বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই চারিদিকে চাউর হয়েছে ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের খবর’! এই খবর কানে আসতেই রীতিমতো মেজাজ হারালেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই নবান্নে (Nabanna) বৈঠক করে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর নামে এহেন ভুয়ো খবর রটানোর জন্য ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক তরজা শুরু হয়েছে রাজ্যের শাসক-বিরোধী উভয় শিবিরে। কিছুদিন আগেই ‘ভুয়ো ভোটার’ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর এবার ‘ভুয়ো খবর’ রটিয়ে দেওয়ার অভিযোগে একযোগে মমতার নিশানায় রাম-বাম উভয় শিবির। মুখ্যমন্ত্রীর অভিযোগ গতকাল কেউ রটিয়ে দিয়েছিল তিনি নাকি পদত্যাগ করেছেন। এই খবর কানে আসতে স্বভাবতই প্রচন্ড ক্ষুব্ধ হন তিনি।
নবান্নে বৈঠক করে আজ তিনি শুধু তাঁর পদত্যাগ নিয়েই নয়, সমাজে অশান্তি তৈরীর জন্যও ভুয়ো ভিডিও ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমাকে বিদেশে গিয়ে শুনতে হচ্ছে আমি হিন্দু কি না৷ আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? গতকাল রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি৷’ এরপরেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশ্ন, ‘আর কত ভুয়ো খবর ছড়াবে?’ একইসাথে তাঁর সংযোজন,’ আমরা এফআইআর-ও করেছি৷ এর আগে বাংলাদেশের ভিডিও দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে৷’
প্রসঙ্গত গত সপ্তাহেই মালদহের মোথাবাড়ির অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে বাংলা। এরইমাঝে আজ মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, অশান্তিতে উস্কানি দিতেই নাকি বিভিন্ন ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে৷ এরপরেই এদিন এই ভুয়ো ভিডিও রটিয়ে দেওয়ার অভিযোগে, নাম না করে বিজেপি এবং সিপিএমের মতো বিরোধী দলগুলিকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ বামেদের আক্রমণ শানিয়ে এদিন তিনি বলেছেন, ‘যত এসব করবেন শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবেন৷’
ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘জুমলা দলের একটাই নীতি, দেশে বিভাজন সৃষ্টি করো৷ আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, তার পরে অধিকার কেড়ো৷’ এছাড়া রাজ্যে শান্তিপূর্ণ ভাবে ইদ পালনের পর বিজেপিকে তোপ দেগে মমতা এদিন বললেন, ‘আমি চাই ইদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক। গৈরিকীকরণ ও রক্তিমকরণকে মেলাবেন না। জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো করুন। ধর্ম মানেই কর্ম, মানবিক হোন, দানবিক হবেন না।’