ক্লাব খয়রাতি প্রায় ৩ গুণ বৃদ্ধি, সরকারি কর্মীদের বেলায় ঘুরপথে ভ্যানিশ ডিএ এরিয়ার

 

বাংলা হান্ট ডেস্ক:   সাঃ সম্পাদকমলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভঃএমপ্লয়িজ(আইএনটিইউসি)”পে-কমিশন বিষয়ক মাননীয় অর্থমন্ত্রীর প্রেসনোটে যা বলা আছে তা হল Basic+125% & Salary increase 14.22% Fitman factor 2.57 multipying. এ’ভাবেই কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করেছে।

ফর্মূলা লক্ষ্য করুন

০১|০১|১৬ তে ১০০ টাকা ধরলে ডিএ ১২৫% যোগে = ২২৫/- র ১৪.২২% অর্থাত ৩২ টাকা বেতন বৃদ্ধি। মোট ২৫৭ টাকা। ফলে Fitman factor 2.57 multipying.

কিন্তু অর্থমন্ত্রী কি বললেন?

০১|০১|১৬ থেকে নোশনাল ফিক্সেশনের উপর 3% করে ৩ টি Incriment যোগে ০১|০১|২০ তে ২৮০.৯০ টাকা বেসিক হবে এবং তা ওই মাস (জানুয়ারি ২০) থেকে কর্মীরা হাতে পাবে। আমাদের অর্থমন্ত্রী দিকগজ্ পন্ডিত।তাই তাঁর হিসেব সম্পূর্ণ ভুল।

কেন তা দেখুন:
০১|০১|১৬ ০% ২৫৭.০০ টাকা
০১|০৭|১৬ ৩% ২৬৪.৭১ টাকা
০১|০৭|১৭ ৩% ২৭২.৬৫ টাকা
০১|০৭|১৮ ৩% ২৮০.৮৩ টাকা
০১|০৭|১৯ ৩% ২৮৯.২৫ টাকা

অর্থাৎ ০১|০১|২০ তে ২৮৯.২৫ টাকা
বেতন হবে। এটাই প্রমানিত সত্য।

এবার দেখুন একজন সর্বনিন্ম বেতনভূক কর্মচারির ৬৬০০ টাকা  Fitman factor 2.57 multipying. ০১|০১|১৬ তে কত হবে?

mamata banerjee 6 2
গ্রুপ ‘ডি’ ৬৬০০×২৫৭= ১৬৯৬২
এলডিএ ৮৮৪০×২৫৭= ২২৭১৯
ইউডিএ ১১০৪০×২৫৭=২৮৩৭৩
এইচএ ১২৭৫০×২৫৭=৩২৭৬৭
এসও ১৩৬৮০×২৫৭=৩৫১৫৮
এই স্কেলগুলি স্টাটিং পয়েন্ট হিসাবে কসা হয়েছে।

এখন প্রশ্ন, একটি মানবিক সরকার কেন একটি দানবিক সরকারের মত সরকারি কর্মচারীদের ৪৮ মাসের বেতন মেরে দিল ? মাননীয়া, উঠতে-বসতে যে সিপিএম কে গালমন্দ না করে জলস্পর্স করে না, সেই বামসরকার ৪র্থ বেতন কমিশনের বেতন বৃদ্ধি ০১|০১|৯৬ এর জায়গায় ০১|০৮|৯৭ থেকে এবং ৫ম বেতন কমিশনের বেতন বৃদ্ধি ০১|০১|০৬ এর জায়গায় ০১|০৪|০৮ থেকে এফেক্ট দিয়েছিল।রাজ্যকর্মীদের এহেন বঞ্চনা তাঁরা কিছুতেই মেনে নেবে না।

 

বাড়িভাড়া ভাতা: কংগ্রেস আমল থেকে বামফ্রন্ট পরবর্ত্তী আজ পর্যন্ত বাড়িভাড়ি ভাতা ছিল ১৫% তা কমে হল ১২%। কেন্দ্রের যেখানে ২৪% এই রাজ্যে ১২%।গ্রচুইটি ডবল হল। কেন্দ্রের ২০ লক্ষ সেখানে এই রাজ্যে তা ১২ লক্ষ।

এবার আসি ডিএ ব্যপারে। অর্থমন্ত্রী ডিএ নিয়ে টু শব্দটি করেনি। কারণ ডিএ মামলার প্রসঙ্গ উঠলে তা যে আবমাননা হবে, সেই সত্য সাংবাদিকদের কাছেও তিনি প্রকাশও করেছেন। কারণ ৫ম বেতন কমিশনের বকেয়া ডিএ এবং ৬ষ্ঠ বেতন কমিশনে মূল্যসূচক অনুসারে দুই কিস্তি ডিএ যে এই সরকারকে দিতেই হবে। আইন-আদালত সত্য হলে বকেয়া ডিএ থেকে কিছুতেই নিস্তার নেই।আর নেই বলেই উচ্চ আদালতে যেতে সরকার সাহস টুকু পর্যন্ত দেখাতে পারলেন না।কারণ মহামান্য ট্রাইবুনাল পরিস্কার ভাষায় বলে দিয়েছেন, “২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বকেয়া ডিএ না দিয়ে কোনও মতেই ৬ষ্ঠ বেতন কমিশন লাগু করা যাবে না। আরও বলেছেন, ৬ষ্ঠ বেতন কমিশনেও মূল্যসূচক অনুসারে মহার্ঘভাতা দিতে হবে। যাবে কোথায়? আজকের ঘোষনায় আদালত অবমাননা হল কি হল না আমাদের মহামান্য আইনজীবিদের সঙ্গে খুব সত্তর পরামর্শ করে জানাবে।এহেন বঞ্চনা আপনারা কেউ মেনে নেবেন না। আজ থেকে আওয়াজ উঠুক অবিলম্বে স্যাটের রায় মেনে আগে বকেয়া ডিএ প্রদান তারপর স্যাটের নির্দেশ মতো ৬ষ্ঠ বেতন কমিশন সহ মূল্যসূচক অনুসারে দুই কিস্তি ডিএ চাই,চাই,চাই। এর অন্যথা কিছুতেই মানা হবে না।।”

সম্পর্কিত খবর