বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর সুবিধার জন্য প্রায়ই নানান উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েকদিন আগে যেমন সবজির মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে উদ্যোগী হয়েছিলেন তিনি। এবার তাঁর নির্দেশেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য তৈরি করা হল একটি বিশেষ কমিটি।
মমতার (Mamata Banerjee) নির্দেশে তৈরি এই কমিটির কাজ কী হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার সদস্যের একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে, সম্প্রতি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ৪ সদস্যের এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁদের এই বিশেষ কমিটির কাছে নিজেদের অভিযোগ জানাতে হবে।
কীভাবে এই কমিটি কাজ করবে? এই কমিটির কাজ কী হবে? এই বিষয়ে নবান্নের (Nabanna) তরফ থেকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে খবর। চার সদস্যের এই বিশেষ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার। সেই সঙ্গেই রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সাংসদ হয়েই বিতর্কে অভিজিৎ! লোকসভায় দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি যা বললেন … তোলপাড় দেশ!
এদিকে আবার বৃহস্পতিবারই নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোন কোন বিষয় তুলে ধরতে পারেন সেই বিষয়ে মিডিয়া রিপোর্ট থেকে খানিক আঁচ পাওয়া যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছে ফের বরাদ্দের দাবি, গঙ্গা ভাঙন রোধ করার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা বলা হতে পারে।
সেই সঙ্গেই জানা যাচ্ছে, সুন্দরবন সহ বাকি উপকূলবর্তী অঞ্চলে বারবার প্রাকৃতিক বিপর্যয় রুখতে বাঁধ তৈরির জন্য স্থায়ী পরিকল্পনা এবং তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের কথা বলা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শেষ অবধি বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে আপাতত সেদিকেই নজর সকলের।