বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্যে ওড়িশায় বাড়ল আলুর দাম! পাল্টা জবাব পশ্চিমবঙ্গের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে ক্ষোভ উগরে  দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার কোপ গিয়ে পড়েছে পড়শি  রাজ্যের আলুর ব্যবসায়। আলু ব্যবসায়ীদের অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্যের পরেই রাজ্যের বাইরে আলু পাঠানো নিয়ে শুরু হয়ে গিয়েছে কড়াকড়ি। যার জন্য রাজ্যের সীমানাতেই আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে ওড়িশায় বাড়ল আলুর দাম?

এরফলে পড়শী রাজ্য ওড়িশায় হু হু করে দাম বেড়েছে আলুর। আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ওড়িশার খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী ক্রুশ্না। তাঁর অভিযোগ,বাংলার মুখ্যমন্ত্রী আলু নিয়ে ‘রাজনীতি’ করছেন। তাঁর করা মন্তব্যের কারণেই বাংলার সীমানা পেরিয়ে ওড়িশায় পৌঁছচ্ছে না আলুর গাড়ি।

তাই খুব স্বাবাবিক কারণেই আলুর জোগান কমে গিয়ে দাম বাড়ছে আলুর। এপ্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন ওড়িশার মন্ত্রী ক্রুশ্না। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি করছে। কখনও আলু সরবরাহে অনুমতি দেয়, আবার কখনও তা বন্ধ করে দেয়। তবে এ বার আর আমরা তাদের কাছে আলু সরবরাহের জন্য অনুরোধ করব না।’

আরও পড়ুন: টিপু সুলতান ‘জটিল চরিত্র’! মাইসুরু অধিপতি প্রসঙ্গে বিস্ফোরক বিদেশমন্ত্রী জয়শংকর

সেইসাথে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলু নিয়ে মমতার সরকারের সঙ্গে আর কোনও আলোচনায় যেতে রাজি নয় ওড়িশা সরকার। মন্ত্রী ক্রুশ্নার কথায়, ‘উনি ওড়িশায় আলু পাঠাতে নিষেধ করেছেন। তাই তাঁর সঙ্গে কথা বলে কোনও লাভ নেই।’ যদিও সেইসাথে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার  নিজে থেকে আলু পাঠালে তা নেওয়া হবে।

Mamata Banerjee

যদিও ওড়িশার মন্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা প্রশ্ন, ‘এখানে রাজনীতি আসছে কোথা থেকে?’ শোভনদেবের সাফ কথা, ‘‘মুখ্যমন্ত্রী বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই রাজ্যের সব স্তরের মানুষের কাছে অল্প দামে আলু পৌঁছে দেওয়াটাই তাঁর কর্তব্য। তাই এ ক্ষেত্রে কোনও সঙ্কীর্ণ রাজনীতি নেই। এর মধ্যে যাঁরা রাজনীতি খোঁজার চেষ্টা করছেন, তাঁরা হয়তো বিষয়টি বুঝতেই পারছেন না।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X