‘ছটমাইয়া আপনাদের ছেলেমেয়েদের চাকরি দিন’, বঙ্গবাসীকে পুজোর শুভেচ্ছাবার্তা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনে দুশোর ওপর ভোটে জয়লাভ করার মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরবর্তী সময়ে রাজ্যে বেকারদের কর্মসংস্থান প্রদান এবং শিল্প আনার লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। যদিও বর্তমানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ক্রমাগত অসস্তি বেড়ে চলেছে তাদের আর এর মাঝেই ছটপুজোর (Chhath Puja) অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতার শুভেচ্ছা বার্তা, “মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের ছেলেমেয়েদের যেন চাকরি হয়।”

উল্লেখ্য, একদিকে যখন বেকারদের কর্মসংস্থান প্রদান এবং বাংলা শিল্প আনার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অপরদিকে বর্তমানে এসএসসি থেকে প্রাথমিক টেটের মতো একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অশোক সাহাদের মত নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন কলকাতার নেতাজি স্পোর্টিং ক্লাব থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে মমতা বলেন, “ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, আপনাদের ছেলে মেয়েদের যেন চাকরি হয়, সবাই ভালো থাকে।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই সতর্ক থাকবেন। আপনাদের কথা চিন্তা করে এবারে পুকুরের সংখ্যা বৃদ্ধি করা থেকে শুরু করে অন্যান্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কারোর কোনরকম অসুবিধা হয়, তাহলে স্থানীয় প্রশাসন কিংবা ক্লাবকে জানাতে পারেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অনেকেই গন্ডগোল করার চেষ্টা করতে পারে, আপনারা সবাই সেই চক্রান্তে পা না দিয়ে শান্তিতে পুজো দিন।”

ukn 5

উল্লেখ্য, গত বছর থেকে ছটপুজো উপলক্ষে রাজ্য সরকার দুদিনের ছুটি দিতে শুরু করেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আগে আমি জানতাম না যে, ছটপুজো দুদিন ধরে হয়। তাই এটা জানার পর থেকে পুজো উপলক্ষে দুদিন করে সরকারি ছুটি দেওয়া হচ্ছে।” ব্রত করা প্রসঙ্গে গত বছর মুখ্যমন্ত্রী জানান, “মহিলারা তিন দিন আগে থেকে ছটপুজো শুরু করে। আমিও তিনদিন ধরে শুরু করেছি। চা ছাড়া আর কিছু খাই না।” এ বছরেও সেই ধারা বজায় রেখে মুখ্যমন্ত্রীর দাবি, “ঠেকুয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।”

Sayan Das

সম্পর্কিত খবর