নিজের লেখা গান দিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশবসীকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে (75 th independence day) নিজের লেখা গানের মধ্যে দিয়েই দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ, গানের এই ভিডিও শেয়ার করলেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই। স্বাধীনতার শুভেচ্ছা জানালেন সকল দেশবাসীকে।

অন্যান্যবারের থেকে এবার একটু অন্যরকমভাবেই স্বাধীনতা দিবসের শুরুটা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিজের লেখা গানের মধ্যে দিয়ে শুভেচ্ছা জানালেন দেশবাসীকে। শনিবার রাতেই তা শেয়ার করলেন নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে।

https://www.facebook.com/watch/?v=187113536744745&t=123

‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের/ এই মাটির প্রতি ধূলিতে জন্ম নবজাগরণের/ এই মাটির বীরত্বপূর্ণে ধন্য জন্ম মোদের/ এই মৃত্তিকা এই বরণীয় সব বীর সন্তানের দল/ এই মাটিতেই গড়তে হবে সফল সাধনার ফল/ এই মাটিতেই জন্ম নিয়েছে অনেক ইতিহাস দীক্ষা/ এই ধরণী দিক সবারে প্রকৃত মানব শিক্ষা’- মুখ্যমন্ত্রী লেখা এই গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পারুই এবং দেবজ্যোতি বসু।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই গান শেয়ার করার পাশাপাশি তিনি লেখেন, ‘ঐক্য, সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর