তাঁর ডাকে সাড়া দিলেন না কেউ, তাই নিজেই দিল্লীতে সমস্ত বিরোধী দলগুলির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ তাঁর ডাকে কেউ সাড়া না দেওয়ায়, অগত্যা নিজেই বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। ঠিক করা হয়েছে, বুধবার বিকেলে বঙ্গভবনে সকল বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করবেন মমতা ব্যানার্জী।

সূত্রের খবর, একুশের বিধাসনভা নির্বাচনে বড় জয়ের পর এই প্রথম দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জানা গিয়েছে, বুধবার দিল্লী গিয়ে প্রথমে দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে, তারপর যাবেন বঙ্গভবনে।

tmc flag

জানা গিয়েছে, এদিনই সকল বিজেপি বিরোধী দলগুলোকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, কংগ্রেস নেতা পি চিদাম্বরম, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আম আদমি পার্টি, শিবসেনা, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টির নেতাদের। তবে এখনও অবধি এই বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন, সেবিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২১ শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লোকসভা ভোটের পূর্বে এখনই বিরোধী জোট গড়ে তুলতে হবে। সেইসঙ্গে তিনি আরও বলেছিলেন, তাঁর দিল্লী যাওয়ার সময় যদি শরদ পাওয়ার বা পি চিদাম্বরমের মতো কোন বিরোধী দলনেতা যদি বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানান, তাহলে তিনি যাবেন।

তবে মাননীয়ার এমনটা বলার পর ৭২ ঘন্টা কেটে গেলেও, সরকার বিরোধী দলগুলোর থেকে কোন সাড়া পাওয়া যায়নি। অগত্যা নিজেই দিল্লী সফরের মাঝে বৈঠক ডাকলেন মমতা ব্যানার্জী। আমন্ত্রণ জানালেন, বিজেপি বিরোধী দলগুলোকে। ধারণা করা হচ্ছে, ভোটের মুখে তৃণমূলের সঙ্গে এভাবে জোট করে, দলকে চাপে ফেলতে চাইছে না কোন বিরোধী দলনেতা।

সম্পর্কিত খবর

X