তৃণমূলেও ‘এক ব্যক্তি এক পদ’ নীতি, একাধিক বদলের সঙ্গে বড় ঘোষণা মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় এবার ‘এক ব্যক্তি এক পদ’ নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। বিপুল ভোটে জয় পেয়ে বাংলার মসনদে বসে, এই প্রথমবার সাংগঠনিক বৈঠক সারল তৃণমূল (tmc)। উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী, বিধায়করা। দলে একাধিক রদবদল করে, বেশকিছু গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, মদন মিত্রের ফেসবুক লাইভ প্রসঙ্গ নিয়ে কড়া ভাষায় নিন্দা করতেও ছাড়লেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বললেন, ‘আপনাদের ফেসবুক, ট্যুইটার হ্যান্ডেল আছে বলে যা খুশি তাই লিখে দেবেন না’।

বৈঠকে বসে সুন্দর করে নতুন ভাবে দল সাজিয়ে নিলেন তৃণমূল সুপ্রিমো। একাধিক পদে নতুন মুখ বসালেন। দলের যুব সভাপতি পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ততে আনা হল সায়নীকে। এইরকম একাধিক পদাধিকারীদের পরিবর্তন করে নতুন নিয়ম জারি করা হল।

মুখ্যমন্ত্রী জানালেন-
আর মন্ত্রী পদে থাকতে পারবেন না জেলা সভাপতিরা। এবার ‘এক ব্যক্তি এক পদ’ চালু হবে তৃণমূলে।
এবার থেকে আর লালবাতি ব্যবহার করার অনুমতি পাচ্ছেন না তৃণমূলের কোন জনপ্রতিনিধি।
দলের কোনও পদাধিকারী বা জনপ্রতিনিধি, দুয়ারে ত্রাণ প্রকল্পে কোনভাবেই রাজনৈতিভাবে হস্তক্ষেপ করবেন না।
দল কোন জেলার বিধায়কদের কাছ থেকে টাকা চায় না। তাই আপনারাও কারো কাছ থেকে টাকা নেবেন না।
এইসকল নিয়ম না মানলে, দল কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

X