ফের কপ্টার বিপত্তি! হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা, এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে রাজ্যজুড়ে জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গের পর আজ মুখ্যমন্ত্রীর নজরে দক্ষিণবঙ্গ। তবে সেই প্রচার শুরুর আগেই বিপত্তি। ফের সেই কপ্টার বিপত্তি। সূত্রের খবর, এদিন দুর্গাপুর থেকে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খান মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ে যান মুখ্যমন্ত্রী (Accident)।

আসানসোলে আজ দুটি সভা রয়েছে মমতার। সেই উদ্দেশে রওনা দিতেই এদিন দুর্গাপুরে পৌঁছন মমতা। কপ্টারে করে আসানসোলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে মাঝেই বিপত্তি। গান্ধী মোড় মেলা ময়দান থেকে কপ্টারে উঠেছিলেন, সেই সময়ই কপ্টারের ভিতরে আসনে বসতে গিয়ে আচমকা হোঁচট খেয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর কতটা চোট পেয়েছেন বা আদেও লেগেছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, এদিন পড়ে যাওয়ার ঘটনার পর বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে হেলিকপ্টার। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি দ্রুত সামাল দেয়। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা মেলে।

TMC supremo Mamata Banerjee

আরও পড়ুন: ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি হবে এই দিন! শুনবেন প্রধান বিচারপতি, জানাল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েও কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারের অবতরণের সময়ে প্রবল ঝাঁকুনিতেও চোট পান মমতা। সেসময় কোমরে জোর চোট লাগে মুখ্যমন্ত্রীর। এরপর চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। এবার অবশ্য সেরম কিছু হয়নি।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর