জ্ঞানেশ্বরী কাণ্ডে মদত দিয়েছিলেন মমতা ব্যানার্জি! নির্বাচনের মুখে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা

বাংলাহান্ট ডেস্কঃ জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের (jnaneswari express) দুর্ঘটনার রেশ এখনও অনেকের মনেই তাজা রয়েছে। প্রায় ২০০-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল সেই দুর্ঘটনায়। কিন্তু সেই ঘটনার এতবছর পর বাংলায় নির্বাচনের মুখে এক বিস্ফোরক দাবি করলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথী। জ্ঞানেশ্বরী কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (mamata banerjee) মদত ছিল বলে দাবি করলেন সুখময় শতপথী।

বাংলায় নির্বাচনী তর্জা জোরদার হয়ে উঠেছে। দিকে দিকে চলছে বিভিন্ন সভা সমাবেশ। সভার মঞ্চে দাঁড়িয়ে এক দল বিরোধী দলকে নিচু দেখানোর জন্য সূক্ষাতি সূক্ষ খুঁত খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর মদত ছিল বলে এক বিস্ফোরক দাবি করলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথী।

148 osob zginelo a ponad 200 zostalo rannych w katastrofie k

জ্ঞানেশ্বরী কাণ্ডে অভিযুক্ত ছত্রধর মাহাতো এখন তৃণমূল সদস্য। এই বিষয়কে কেন্দ্র করে একটা সমালোচনার ঝড় উঠবে এমনটাই আশঙ্কা করা গিয়েছিল। কিন্তু সেই ঝড়ের ঝাপটা যে মুখ্যমন্ত্রীর গায়েও গিয়ে লাগবে, তা ধারণার বাইরে ছিল।

সুখময় শতপথী জানান, ‘এক সাংবাদিক বৈঠকে ছত্রধর মাহাতো জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সদস্য। তৃণমূলেই রয়েছেন তিনি। জ্ঞানেশ্বরী কাণ্ডের সময়ও তিনি তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। আর সাংবাদিক বৈঠকে বলা ছত্রধরের সেই দাবির বিরুদ্ধে কোনরকম মত প্রকাশ করেননি মমতা ব্যানার্জি’।

সুখময় শতপথীর কথায়, ‘অর্থাৎ জ্ঞানেশ্বরী কাণ্ডের সময় ছত্রধর মাহাতো ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, একথায় সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই কারণে এই দুর্ঘটনার সময় ব্লক সভাপতি থাকার কারণে ছত্রধরের বিরুদ্ধে অভিযোগের আঙুল যেমন ওঠে, তেমনই বলা যায় এই ঘটনায় মদত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর