বড় খবরঃ ভারতীয় রেলে শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার! শীঘ্রই হবে নিয়োগ

একদিকে করোনা অতিমারী প্রকোপ কাটিয়ে উঠছে দেশ, তো অন্যদিকে বেকারত্ব সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে। এমন মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গয়াল। তিনি ভারতীয় রেলে (Indian Railway) মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার বলে লোকসভায় একটি লিখিত জবাবে জানান।

প্রকাশিত ওই হিসাব অনুযায়ী রেলে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ শূন্যপদে সংখ্যা হল প্রায় ২ লক্ষ ৮০ হাজার। এই সমস্ত পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানান রেল মন্ত্রী।

617886 indian railways

সম্প্রতি প্রকাশিত ওই হিসাব অনুযায়ী রেলের বিভিন্ন জোনে কোন পদে কত শূন্যপদ আছে, তা বিস্তারিত জানা যায়। সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি শূন্যপদ উত্তর রেলওয়েতে। সেখানে মোট শূন্যপদ ৩৮ হাজার ৪৪৮টি, মধ্য রেলে সেই শূন্যপদ রয়েছে ২৬ হাজার ৯৫৭টি, দক্ষিণ পূর্ব রেখে মোট শূন্যপদ ১৫ হাজার ৪৬৯টি এবং কলকাতা মেট্রোতে শূন্যপদের সংখ্যা হল ৭৬৯টি।

এদিন রেলমন্ত্রী পীযূষ গয়াল জানান, একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি পদে নিয়োগের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে।

সম্পর্কিত খবর