বিরোধীদের বক্তব্যেই সায়, তৃণমূল আঞ্চলিক দল! স্বীকার করলেন স্বয়ং মমতা

বাংলাহান্ট ডেস্ক : প্রশাসনিক সভায় মালদায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলগত স্ট্যাটাসের ব্যাপারে বলতে গিয়ে জানালেন যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল। গতবছর নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা কেড়ে নেয়। যদিও তারপরও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভায় ও মঞ্চে লেখা হত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে একাধিকবার বিরোধীরা কটাক্ষও করেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন গোটা ভারতেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী রয়েছেন। সেই অর্থে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভা মঞ্চে দেখা যেত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি। যদিও আজ মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করে নিলেন যে তৃণমূল একটি আঞ্চলিক দল।

আরোও পড়ুন : বিদ্যুৎ খরচ ১ টাকা প্রতি ইউনিট! একদম সস্তায় সোলার প্যানেল আনল পতঞ্জলি, দেখুন কত পড়বে দাম

২০২৩ সালের এপ্রিল মাসে ভারতের জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা প্রত্যাহার করে। একই সাথে জাতীয় দলের তকমা প্রত্যাহার করা হয় শরদ পাওয়ারের এনসিপি এবং বাম দল সিপিআইয়ের। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে নির্বাচন কমিশন জাতীয় দল হিসেবে ঘোষণা করে।

আরোও পড়ুন : এই ভুল করলেই বিপত্তি! স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাপক ভোলবদল, বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের

ইলেকশন সিম্বল (রিজারভেশন অ্যান্ড অ্যালটমেন্ট) অর্ডার ১৯৬৮ অনুযায়ী, একটি রাজনৈতিক দল যদি চার বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে সেটি জাতীয় দলের তকমা পেতে পারে। চারটি বা তার বেশি রাজ্যে লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে মোট ভোটের ৬ শতাংশ পেলে তাকে জাতীয় দল হিসাবে আখ্যায়িত করা যেতে পারে।

mamata banerjee 9 1705933414434 1705933527340

তবে এক্ষেত্রে আরও একটি শর্ত হল, লোকসভা ভোটে ওই দলটিকে অন্তত চারটি আসন ও মোট প্রদত্ত ভোটের দুই শতাংশ পেতে হবে। গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ৪৮.০২ শতাংশ ভোট পেয়ে বিপুলভাবে জয় লাভ করে। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে। যদিও মেঘালয় ছাড়া বাংলার বাইরে আর অন্যান্য কোথাও সেই ভাবে সাফল্য পায়নি ঘাসফুল শিবির।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর