‘৯৯% তদন্ত শেষ’, ভবানীপুর জোড়া খুন মামলায় মুখ্যমন্ত্রীর তোপের মুখে সাংবাদিকরা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা ভবানীপুরে খুন হন এক গুজরাটি দম্পতি। তবে বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। মুখ্যমন্ত্রীর পাড়াতেই কিভাবে এক দম্পতিকে মেরে পালালো দুষ্কৃতীরা এবং কেউ সেই সম্পর্কে অবগত পর্যন্ত হলো না, তা নিয়ে শাসকদলের উদ্দেশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধী দলগুলি আর এর মাঝেই এদিন ঘটনাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, খুনের রাতে নিজের এলাকায় ছিলেন না মুখ্যমন্ত্রী। তবে সেই মুহূর্তে আলিপুরদুয়ারে থাকলেও প্রতিক্ষণে প্রশাসনকে দিয়ে চলেছিলেন নির্দেশ। আর এবার সশরীরে ঘটনাস্থলে গিয়ে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের সামনে এসে তাঁর দাবি, “কোন পরিচিত দ্বারাই এই কাজ করা হয়েছে। কায়দা করে ফায়দা তুলেছে। তবে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।”

এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকেই ধরা সম্ভব হয়নি এবং সেই নিয়ে সরকারের ওপর ক্ষুব্ধ রয়েছে এলাকাবাসী। তবে তার মাঝে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের 99% কাজ প্রায় শেষ আর বাকি যেটুকু তদন্ত পড়ে রয়েছে, তা কলকাতা পুলিশ দ্বারা খুব দ্রুত শেষ করা হবে। যারা ভবানীপুরের মত এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টায় রয়েছে, তাদেরকে আমরা ছাড়বো না।” একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল সাংবাদিকরা। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা মানুষদের অযথা উসকে চলেছেন। এলাকাকে শান্ত থাকতে না দিয়ে আপনারা উত্তেজিত করে চলেছেন। এই অধিকার আপনাদের নেই।”

jpg 20220608 174826 0000

সম্প্রতি ভবানীপুরে এক গুজরাটি দম্পতিকে (অশোক শাহ ও রশ্মিতা শাহ) খুন করে পালায় দুষ্কৃতীরা। পরবর্তীকালে তাদের মেয়ে এসে মৃতদেহ উদ্ধার করে এবং খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে পুলিশ। এদিন পুলিশ কমিশনার জানান, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত এগিয়ে নিয়ে চলেছি। তবে এর পেছনে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কি, তা জানতে কিছুটা সময় লাগবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর