বাংলা হান্ট ডেস্ক : আছেন বীরভূম (Birbhum) সফরে।একটু আগেই মঞ্চ থেকে বিস্ফোরক হয়ে উড়েছিলেন তিনি। এরপর যান শিশুদের স্কুলে। সেখান থেকে বেরিয়ে চায়ের দোকান দেখে হঠাৎ থমকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোজা ঢুকে পড়লেন দোকানে। নিজেই চা তৈরি করে দিলেন উপস্থিত সকলের হাতে। বুধবার বিকেলে এই চিত্রই দেখা গেল শান্তিনিকেতনের সোনাঝুরিতে। ঘুরে দেখলেন আ পাশের জনজাতি গ্রামগুলিও।
বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু তীর্থ’-এ যান মমতা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে বই খাতা তুলে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর হাতে স্কুলে চাষ করা সবজি তুলে দেয় পড়ুয়ারাও। সেখান থেকে বেরনোর পর সোনাঝুরি এলাকায় একটি চায়ের দোকানে হঠাৎই ঢুকে পড়েন মমতা। সেখানে নিজে চা তৈরি করেন তিনি। সেই চা বিস্কুট তুলে দেন তাঁর সঙ্গে থাকা আধিকারিক এবং অন্যান্যদের হাতেও।
দোকান মালিকের মেয়ে পায়েল মাড্ডি দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা শেষ করার পর কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে বলে জানায় পায়েল। মুখ্যমন্ত্রীও নাকি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। চায়ের দোকান থেকে পাশের একটি জনজাতি গ্রামেও যান মমতা। এলাকা পরিদর্শন করেন তিনি। শিশুদের হাতে তুলে দেন চকলেট ও বিস্কুট। এভাবেই এদিন জনসংযোগে মেতে থাকলেন মুখ্যমন্ত্রী।
এদিন অনুব্রতর গড় বীরভূমে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইডি (ED), সিবিআই (CBI), এনআইকে (NIA) সামনে রেখে কেন্দ্রী সরকারের ষড়যন্ত্র নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।