‘জল অনেকদূর গড়াবে’, বয়াল কাণ্ডে বিশেষ পর্যবেক্ষককে হুঁশিয়ারি মমতার

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই রাজ্যে দ্বিতীয় দফায় (2nd Phase Assembly Poll) ৪টি জেলায় মোট ৩০ টি আসনে ভোট গ্রহণ চলছে। একাধিক জায়গা থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। সকাল থেকেই নিজ কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) রেয়াপাড়ার ভাড়াবাড়িতে ঘরবন্দী ছিলেন মমতা। তবে দুপুরে ভোটগ্রহণ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন তিনি। হুইল চেয়ারে করে বয়ালের (Boyal) স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শেষে বেলা ১.৪০ মিনিট নাগাদ আটকে পড়েন বয়ালের ৭ নম্বর বুথে।

বাইরে তখন রণক্ষেত্র পরিস্থিতি। বাঁশ, লাঠিশোটা নিয়ে জড়ো হয়েছে শয়ে শয়ে লোকজন। তবুও সেই সময় দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। ছিল গুটিকয়েক পুলিশ। ফলে দীর্ঘক্ষণ ওই বুথের মধ্যেই আটকে থাকেন তিনি। সেখান থেকে রাজ্যপালকে (Jagadeep Dhankar) ফোন করে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের দাবি জানান। মুখ্যমন্ত্রী আটকে থাকা ওই বুথে প্রায় দেড় ঘণ্টা বাদে উপস্থিত হন নন্দীগ্রামের নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক।

বসতে পারছেন না এজেন্টরা! নন্দীগ্রামে নিজেই ময়দানে নামলেন মমতা - CM Mamata Banerjee came out from reyapara going to polling booth in nandigram - AajTak

বুথে ঢুকে মমতার সাথে কথা বলতে যান বিশেষ পর্যবেক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তখনই ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আমি বেরনোর পর যদি স্লোগান, শাউটিং হয় বা কোনও সমস্যা হয়, তাহলে কিন্তু জল অনেকদূর গড়াবে’। তারপরই বিশেষ পর্যবেক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠী তাঁকে আশ্বস্ত করলে, প্রায় ২ ঘণ্টা বাদে নন্দীগ্রাম কেন্দ্রের ওই ৭ নম্বর বুথ থেকে বেরোন মমতা।

বয়ালের ওই বুথ থেকে বেরিয়ে আত্মবিশ্বাসী মমতা দাবি করেন, আমিই জিতব নন্দীগ্রামে। ৯০ শতাংশ ভোট তৃণমূলই পাবে। আমি ভিকট্রি সাইন দেখাচ্ছি।’ তখন তিনি এও বলেন ‘নন্দীগ্রাম নিয়ে তিনি চিন্তিত নন, চিন্তিত গণতন্ত্র নিয়ে’। পাশাপাশি নির্বাচন কমিশনকে (Election Commission) কাঠগড়ায় দাড় করিয়ে মমতা বলেন, ‘কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছিল। ৬৩টি অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি, কোনও ব্যবস্থায় নেয়নি।’ আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি বলবো দয়া করে নিরপেক্ষ হন।’ নন্দীগ্রামের ভোট ঘিরে এদিন তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল সুপ্রিমোকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে।


সম্পর্কিত খবর