মমতাময় পুজো কার্নিভাল! ‘সেরা’ দিদির গান, নায়িকাদের সাথে ডান্ডিয়া নাচ, আর কী হল?

বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে প্রতিবারের এবারও কলকাতার রেড রোডে মঙ্গলবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের দুর্গা পুজো কার্নিভাল।  নাচ-গান আর বাহারি অনুষ্ঠানের এলাহী আয়োজন করা হয়েছিল এদিন। দেশ-বিদেশের অতিথিরা হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এক ডাকে। একই সাথে এদিন মঞ্চ আলো করে মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে ছিলেন শাসক দল ঘনিষ্ঠ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা।

মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) পুজো কার্নিভাল

২০১৬ সালে প্রথমে পূজা কার্নিভালের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই থেকে প্রত্যেক বছর ধুমধাম করে এই কার্নিভালের আয়োজন করে রাজ্য সরকার। যদিও করোনাকালে পরপর দু’বছর এই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এ বছর আরজিকর কান্ডের প্রতি সমবেদনা জানিয়েও পুজোর কার্নিভাল বন্ধ রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী।

বরং বিনোদন জগতের একঝাঁক অভিনেতা অভিনেত্রীদের সাথে নিয়েই মেতে উঠলেন নাচে গানে। এদিন ঢাকের তালে তালে ডান্ডিয়ার সঙ্গেই  মুখ্যমন্ত্রী নেচে উঠলেন টলি অভিনেত্রীদের সাথে। মুখ্যমন্ত্রী এদিন পা মেলালেন রচনা, জুন, নুসরতসহ, সায়ন্তিকা, সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়ের  পাশাপাশি সোহম,নীল, সৌমিতৃষাদের সাথে।

আরও পড়ুন : লক্ষ্মী পুজোয় সাজুন ‘মন পসন্দ’ সোনার গয়নায়! আজ কলকাতায় কত সস্তা হল সোনালি ধাতু?

এই বছর সব মিলিয়ে মোট ৮৯টি পুজো কমিটি যোগ দিয়েছিল রেড রোডের দুর্গাপুজো কার্নিভালে। মঙ্গলবার  পাঁচ ঘণ্টার এই  জমজমাট অনুষ্ঠানটি শুরু থেকেই ছিল মমতা-ময়। এই অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর গান। এই গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও বেরিয়েছে মুখ্যমন্ত্রীর পুজো অ্যালবাম। এই পুজো অ্যালবমে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান ‘আমার আড়ালে আমার আবডালে’ পেয়েছে সেরা গানের শিরোপা।

Pujo 3

শুরুতে শোনা গিয়েছিল এই অনুষ্টানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। যদিও গতকাল ডোনা -সৌরভ কাওকেই দেখা যায়নি এই অনুষ্ঠানে। কিন্তু এদিন মমতার গানে ডোনার নাচের দল ‘দীক্ষা মঞ্জরি’ নৃত্য পরিবেশন করেন। শুরুতে রেড রোড ফাঁকা থাকলেও,পরে ভালোই ভিড় জমেছিল মানুষের। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের  দ্রোহের কার্নিভালেও দলে দলে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর