যোগীরাজ্যে মমতাকে থামিয়ে ‘জয় শ্রী রাম স্লোগান”, পাল্টা ‘জয় ইউপি”র ধ্বনি মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বারাণসীতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারাণসীতে হিন্দু যুব বাহিনী কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামানোর চেষ্টা করে এবং স্লোগান ‘জয় শ্রী রাম” দেয়। মুখ্যমন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয়। বিক্ষোভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ভয় পাওয়ার পাত্রী নন, তিনি পালিয়ে যাবেন না।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির সমর্থনে জনসভা করতে কাশী পৌঁছেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জনসভার আগে আজ গঙ্গার ঘাটে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ রাস্তায় মমতার কনভয় থামিয়ে হিন্দু যুববাহিনীর কর্মীরা হাই ভোল্টেজ ড্রামা করে ও কালো পতাকা দেখায়।

হিন্দু যুব বাহিনী কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামাতেই মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দেখে মাইক নিয়ে বলেন, ‘আমি ফিরে যেতে আসিনি, বিজেপি আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে তারা ভয় পেয়ে গেছে। তাদের মনে পরাজয়ের ভয় দেখা যাচ্ছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ, আমি ফিরে যেতে আসিনি, আমি সভা করব, বেনারসে থাকব, বাবা বিশ্বনাথের দর্শন করব, আপনারাও দয়া করে আমার সভায় আসুন।’ এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ এবং জয় ইউপি সহ ‘হর হর মহাদেব’ স্লোগান দেন।

এই সময় প্রতিবাদ করা হিন্দু যুববাহিনির কর্মী বলেন, ‘আমরা তার (মমতা বন্দ্যোপাধ্যায়) উত্তরকে পাত্তা দিই না, যারা প্রভু শ্রী রামকে মানেন না, আমরাও তাদের মেনে নেব না। উনি পশ্চিমবঙ্গের মানুষ, সে বাংলার, আমরা তাকে ভারত থেকে তাড়ানোর জন্য কাজ করব।”

Koushik Dutta

সম্পর্কিত খবর