যোগীরাজ্যে অখিলেশকে পাশে বসিয়ে গর্জালেন মমতা, সবাইকে এক হয়ে বিজেপিকে হারানোর আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশের জনগণকে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, দেশকে বাঁচাতে বিজেপিকে হারাতে হবে। এটা একটা বড় লড়াই। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টিই একমাত্র বিকল্প। যোগী আদিত্যনাথ আবার এলে ইউপি ধ্বংস হয়ে যাবে তাই তাকে বিদায় দিন। ইউপিতে এসপি সরকার গঠিত হলে, ছাত্র, মহিলা এবং যুবকদের জন্য পশ্চিমবঙ্গের মতো স্কিম শুরু করা হবে।

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লতা মঙ্গেশকর ভারত-চীন যুদ্ধে নিহত সেনাদের জন্য একটি গান গেয়েছিলেন। সেই আত্মত্যাগের কথা মনে পড়ে। ইউপির ইতিহাস অনেক বড়। স্বাধীনতার পর বেশিরভাগ প্রধানমন্ত্রীই ইউপি থেকে হয়েছে। ইউপিতে বিজেপি হেরে গেলে গোটা দেশ থেকে তাদের বিদায় হবে, তাই ইউপির মানুষ একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিন। ভারতকে বাঁচাতে হলে ইউপিকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গঙ্গাসাগর মেলা করি। সেখানে ইউপির লোকজন আসে। আমরা কাউকে তার জাত জিজ্ঞেস করি না। সবাই হিন্দুস্তানি।

   

মুখ্যমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) বিজেপির ইশতেহার এসেছে। এটা মানি ফেস্টো। হাতরাসে তারা কী করেছে? নারী ও কন্যাদের কি হয়েছে? আগে ক্ষমা চাও, তারপর ভোট চা। মালদায় ইউপির মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা সেই দেহ তুলে নিয়ে দাহ করি। কোভিডের কারণে যখন ইউপিতে মানুষ মারা যাচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমাকে হারাতে করতে বাংলায় প্রচার করছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকার ইউপিকে সর্বোচ্চ অর্থ দিয়েছে, তবুও ইউপির উন্নয়ন হয়নি। ইউপির মানুষ সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। এই টাকা সরকারের না জনতার, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলেন যে তিনি গরিবদের টাকা দিয়েছেন। পিএম কেয়ারে সরকারি কর্মচারীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও তার হিসাব দেওয়া হয়নি। তার কোনও অডিট করা হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর