মাহেন্দ্রক্ষণ মেনেই হল উদ্বোধন! দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মমতা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) শুভ উদ্বোধন। দীর্ঘ অপেক্ষার পর অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই উন্মোচিত হল মন্দিরের দ্বার। পরিকল্পনা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উন্মোচিত হল মন্দিরের দ্বার। তিদি মেনে দুপুর ৩ টে থেকে ৩ টে ১৫-র মধ্যেই দ্বারোদ্ঘাটন করলেন তিনি। ভেতরে জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহের সামনে দাঊ আরতিও করেন মুখ্যমন্ত্রী। তারপর ৫ মিনিটের জন্য সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়।

দ্বার উন্মোচিত হল দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)

গত শুক্রবার থেকেই কোনো না কোনো যজ্ঞ চলছে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। বুধবার সকালেই সম্পন্ন হয় বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। এদিন মাহেন্দ্রক্ষণ ছিল সকাল ১১ টা ১০ থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। ওই সময়ের মধ্যেই সম্পন্ন হয় প্রাণপ্রতিষ্ঠা। আগেই জানা গিয়েছিল, নিম কাঠের জগন্নাথ বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর মন্দিরের পুরোহিতরা। অন্যদিকে পাথরের তৈরি বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকন সন্ন্যাসীরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের বিগ্রহেও হয় প্রাণপ্রতিষ্ঠা।

Mamata banerjee inaugurated digha jagannath temple

আয়োজন ছিল সাংষ্কৃতিক অনুষ্ঠানের: প্রাণপ্রতিষ্ঠার জগন্নাথ দেবের স্নান সারা হয়। তারপর ৫৬ ভোগ অর্পণ করা হয় দেবতার উদ্দেশে। এদিন পুজোপাঠের পাশাপাশি ছিল সাংষ্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও। মন্দির প্রাঙ্গণে সঙ্গীত পরিবেশন করেন বিধায়ক অদিতি মুন্সি, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, নচিকেতা থেকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তীরা। নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

আরো পড়ুন : দিঘায় মন্দির উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী, অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের আগেই আর্থিক সাহায্য ঘোষণা করলেন মোদী

নিজেই দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী: সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরেই নিজে মাইকের সামনে আসেন মুখ্যমন্ত্রী। এদিন দিঘা জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন উপলক্ষে বিপুল জনসমাগমের পাশাপাশি বিনোদুনিয়ার বহু তারকাও উপস্থিত ছিলেন। মন্দির (Digha Jagannath Temple) নির্মাণকারীদের থেকে শুরু করে পুরোহিত, উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : দীর্ঘ ৫ মাস পর অবশেষে স্বস্তি! অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস

পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। আর পুরীর মন্দিরের বহু প্রাচীন প্রথা, জগন্নাথ দেবের রথযাত্রার আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। সেই রীতি মেনেই এদিন একটি সোনার ঝাঁটাও জগন্নাথ মন্দিরে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, এর জন্য প্রায় ৫ লক্ষ টাকা তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে নিয়েছিলেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X