এবার বারাণসীর ধাঁচে গঙ্গারতি কলকাতায়! আজই সূচনা করবেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার থেকে কলকাতার (Kolkata) গঙ্গায় চালু হচ্ছে আরতি। কলকাতার মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ গঙ্গা আরতির উদ্বোধন করবেন বাজেকদমতলা ঘাটে। সুদৃশ্য আলোকিত মঞ্চে দাঁড়িয়ে সন্ধ্যা আরতিতে অংশ নেবেন ২২ জন পুরোহিত।

জানা গিয়েছে, বাজেকদমতলা ঘাটে একটি অস্থায়ী মন্দিরও তৈরি হয়েছে আরতির জন্য। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেটিরও। উন্মোচন হবে গঙ্গা দেবীর মূর্তির। দর্শকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য সেখানে শীঘ্রই শুরু করা হবে লেজার শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন উত্তর প্রদেশ। সেখানে বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন তিনি। সেই আরতিতে অংশগ্রহণ করেছিলেন তিনিও।

এরপর তিনি ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন কলকাতার গঙ্গায় এই ধরনের আরতি শুরু করার। মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে কলকাতা পুরসভা সেই কাজ শুরু করে দেয়। কলকাতায় গঙ্গারতীর শুরু করার পরিকল্পনা ছিল গঙ্গাসাগর মেলার প্রাক্কালে। কিন্তু প্রস্তুতি চূড়ান্ত না হওয়ায় পিছিয়ে যায় দিনক্ষণ। শেষমেষ আজ থেকে গঙ্গার ঘাটে শুরু হচ্ছে সন্ধ্যা আরতি।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আজ এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ সদস্যরা।বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতির মহড়া চলছে গত প্রায় এক সপ্তাহ ধরে। সমস্ত প্রস্তুতি দেখার পরেই আরতি সূচনা দিন ঠিক হয় বৃহস্পতিবার। বুধবার বাজেকদমতলা ঘাট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম।

Ganga Aarti

এছাড়াও, নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং, উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ পুরসভার আধিকারিকরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সন্ধ্যারতিকে ঘিরে কলকাতা পুরসভা নতুনভাবে সাজিয়ে তুলেছে বাজেকদমতলা ঘাটকে। সাফাই করা হয়েছে গোটা এলাকা। নতুন বাতিস্তম্ভ বসেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর