‘জীবন-মৃত্যুর লড়াইয়ের মুখোমুখি’, অসুস্থতা নিয়ে বড় ইঙ্গিত দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক: পায়ে চোটের ব্যথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই কারণে এবারের একাধিক পুজো (Puja) উদ্বোধন তিনি করছেন ভার্চুয়ালি। শনিবার ভার্চুয়াল মাধ্যমে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যা উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই পায়ে ব্যথা নিয়ে ফের বললেন তিনি।

কালীঘাটের অফিস থেকেই ভার্চুয়ালি একাধিক পুজো প্যান্ডেল উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দোপাধ্যায়ের কাঁধে ভর দিয়ে কোনওক্রমে কালীঘাটের অফিসে হেঁটে আসেন মমতা।

উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি ওখানে যেতাম। কিন্তু পায়ে (Leg Injury) একটা বড় সংক্রমণ হয়ে গিয়েছিল। পনেরো দিন ধরে লড়াই করতে হয়েছে। জীবন-মৃত্যুর মধ্যে থেকে লড়াই করে বেঁচে আছি। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম। তারপর বার্সেলোনায় (Barcelona) গিয়ে চোট পেয়েছি। তারপরেও ওখানে কাজ করে গেছি।’

উল্লেখ্য, বিদেশ সফর সেরে এসেই এসএসকেএম-এ (SSKM Hospital) পায়ের চিকিৎসা করাতে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মমতা বলেন, বিদেশ থেকে ফিরেই পায়ে একটা অপারেশন হয়েছে। ক্ষতস্থানে প্রচণ্ড সংক্রমণ হয়ে গিয়েছিল। তারপর স্যালাইনের চ্যানেল করে আইভি ইনজেকশন দেওয়া হয়েছিল। তাঁর কথায়, ‘আমি মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবেও সুস্থ। পায়ের ব্যথাটা আশা করি কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’

mamata durga oujo

এদিন রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সতর্ক থাকতে বলে তিনি বলেন, ‘দেবী হলেন আমাদের মা। তাঁকে আবাহন করুন। আনন্দ করুন। কে কী বলল তাতে কান দেবেন না। নেতিবাচক ব্যাপার এড়িয়ে চলুন। বিদ্বেষ নয়, পরস্পরকে ভালবেসে এই শারদ উৎসব (Sarad Utsav) উপভোগ করুন।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর