বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। হাতে সময় মাত্র এক বছর। যতদিন এগোচ্ছে ততই ভোটের ময়দানে ক্রমশ জোরদার হচ্ছে শাসক-বিরোধী শিবিরের রাজনৈতিক লড়াই। বিগত কয়েক দিন ধরে নানা ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির চাপানউতর লেগেই রয়েছে। যদিও আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে, অপ্রতিরোধ্য গতিতে এবারও নীল বাড়ি দখল করতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধীদের বিরাট হুঁশিয়ারি দিলেন মমতা (Mamata Banerjee)
ছাব্বিশের নির্বাচনের আগে এবার তৃণমূলের হাতিয়ার উন্নয়ন। এই উন্নয়নকে ঢাল করেই গেরুয়া শিবিরকে একের পর এক আক্রমণে বিঁধছে তৃণমূল শিবির। প্রসঙ্গত একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেছিলেন ‘খেলা হবে’। এছাড়া কিছুদিন আগেই তৃণমূলের মেগা বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলনেত্রী বলেছিলেন ‘২০২৬-এর খেলাটা আরও একটু জোরে মারতে হবে’। আর এবার সোমবার বিধানসভায় ভোট বক্সের প্রসঙ্গ উঠতেই রাজ্যের বিরোধী শিবিরকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘দুষ্টুমির খেলা খেলবেন না’।
প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে ধর্মীয় সংঘাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শাসক-বিরোধী উভয় শিবিরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাব্বিশের নির্বাচনের আগে ধর্মকে হাতিয়ার করতে চলেছে বিজেপি। মহারাষ্ট্র এবং দিল্লী জয়ের পর বাংলা দখলের ব্যাপারেও এবার ব্যাপক আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। ইতিমধ্যেই তাঁদের বক্তব্যেও প্রকাশ পেয়েছে একই কথা।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ও কমিটির দ্বিমত! পশ্চিমবঙ্গের স্কুল স্তরে ‘ড্রপ আউট’-এর বাস্তব চিত্রটা কেমন?
‘হিন্দুত্বের জিগির’ তুলে বিগত কয়েক দিন ধরে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে পদ্মা শিবিরকে। পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবিরও। এপ্রসঙ্গে এদিন নাম না করেই বিধানসভার অন্দরে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বললেন, ‘আমরা কোনো হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাসী। যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে মানুষ।’
প্রসঙ্গত রাজনৈতিক পালা বদলের পর বাংলার ‘মা-মাটি-মানুষ’-এর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম সুপারহিট লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প। এদিন এই সমস্ত সরকারি প্রকল্পের কথাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানালেন রাজ্যের মানুষ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে তাঁরাই ভোট বাক্সে জবাব দেবেন বলে আশাবাদী তৃণমূল নেত্রী। এরপর এই, ‘দুষ্টুমির খেলা’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, ‘দুষ্টুমির খেলা’ খেলবেন না।’ ওয়াকিবহাল মহলের মতে এইভাবে নাম না করে আসলে বিরোধীদের সংযত হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।