বাংলা হান্ট ডেস্কঃ আজ নন্দীগ্রামে মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেওয়ার সময় পিছন থেকে কেউ বা কারা এসে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী এই ধাক্কাধাক্কিতে গুরতর আহত হয়েছে। ওনার বুকে, পায়ে, কোমরে এবং মাথায় আঘাত লেগেছে। আহত মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ওনাকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। ওনার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।
আরেকদিকে, মুখ্যমন্ত্রী কীভাবে আহত হলে সে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য উচ্চস্তরীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ারও কথা বলেছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, যেই সময় এই ঘটনা ঘটে সেই সময় স্থানীয় পুলিশ সেখানে ছিল না। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে। আরেকদিকে প্রত্যক্ষদর্শীদের মতে ওনাকে কেউ ধাক্কা দেয়নি। উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন।
https://www.facebook.com/TV9BanglaLive/videos/251488843258835
TV9 এর সাংবাদিক এলাকাবাসীকে যখন ঘটনার কথা জিজ্ঞাসা করেন, তখন এলাকাবাসী ঘটনার বিবরণ দেয়। দু’একজন না অনেকেই বলেন, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয়নি। উনি যখন গাড়ির গেট খুলছিলেন, তখন ওনার গাড়ির গেট একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, আর তাতে তিনি পড়ে যান।
https://www.facebook.com/TV9Bharatvarsh/videos/444092676648117
প্রতক্ষ্যদর্শীরা জানান, এরপর ওনার জন্য পাশের একটি মিষ্টির দোকান থেকে বরফও নিয়ে আসা হয়। মাইতি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নিমাই মাইতি জানান, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার পর CRPF এর জওয়ানরা ওনার থেকে এসে বরফ নিয়ে যায়। নিমাই মাইতিও জানান, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা মারে নি উনি একটি পিলারের সঙ্গে ধাক্কা খান।
#WATCH Eyewitness Chitranjan Das who was present at Nandigram's Birulia where WB CM suffered injury says, "I was there, she (CM) was sitting inside her car but the door was open. The door closed after it touched a poster. Nobody pushed or hit…there was no one near the door." pic.twitter.com/2OeVHC0Vmy
— ANI (@ANI) March 10, 2021