আমি চাকর নাকি! দিল্লির আগে কলকাতায় নেতাজিকে সম্মান জানিয়ে বিস্ফোরক অসম্মানিত মমতা

বাংলাহান্ট ডেস্ক : নতুন দিল্লিতে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি উন্মোচনের অনুষ্ঠান। কিন্তু তার (Mamata Banerjee on Netaji Program) আগেই বাংলায় সেই অনুষ্ঠানের উদযাপন করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দিল্লির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তাঁকে সম্মান জানানো হয়নি বলে অভিযোগও করেন তিনি ৷ সেই কারণেই আজ সকালে নেতাজির মূর্তিতে মাল্যদান করে দিল্লিকে মোক্ষম জবাব দিতে চান মুখ্যমন্ত্রী।

আজ সন্ধে ৭টা নাগাদ দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হলোগ্রামের মূর্তির জায়গায় বসছে গ্রানাইটের মূর্তি (Netaji statue unveiling programme)৷ ভারত সরকারের সংষ্কৃতি মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কালো রঙের গ্রনাইট পাথরে তৈরি ২৪ ফুট উঁচু এই মূর্তি ইন্ডিয়া গেটের কাছে একটি আচ্ছাদনের নিচে স্থাপন করা হবে।

Untitled design 2022 09 08T152047.014

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রের পক্ষ থেলে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তাঁর অভিযোগ, একজন আন্ডার সেক্রেটারিকে দিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ইচ্ছেকৃত ভাবেই অসম্মান করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷

নেতাজি ইন্ডোরে এই নিয়ে মমতা আজ বলেন, ‘আমাকে একটা চিঠি দিয়েছেন আন্ডার সেক্রেটারি ৷ সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ সন্ধে ৭টায় নেতাজির মূর্তির উন্মোচন করবেন। ৬টার সময় আপনি উপস্থিত থাকবেন ৷ যেন আমি চাকর-বাকর ৷ বন্ডেড লেবার ৷ কালচারাল মিনিস্টারও লিখতে পারলেন না। এ ভাবে একজন আন্ডার সেক্রেটারি আমায় লিখতে পারেন না৷ সে জন্য এখানে আসার সময় রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম ৷ দিল্লির প্রোগ্রাম বাংলায় উদযাপন করে এলাম৷’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর