বাংলাহান্ট ডেস্কঃ করোনার মাঝেই বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) ঝুলিতে এক নয়া সম্মান। ডাক পেলেন বিশ্বের দরবারে। সবুজসাথী এবং উৎকর্ষ বাংলার জন্য রাষ্ট্রসংঘে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে বাংলা। এবার মুখ্যমন্ত্রী ডাক পেলেন সেই সভায় অংশগ্রহণের জন্য।
অক্সফোর্ড ইউনিয়ন ডাক পেলেন মমতা
অক্সফোর্ড ইউনিয়ন থেকে আয়োজিত সভায় বক্তৃতা দেওয়ার চিঠি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই ২০১৭ সালের পর ফের আবারও বাংলার কাছে ডাক আসল লন্ডনের এই সভায় যোগদানের। তবে এবারে হবে ভার্চুয়াল সভা। সেই বিশ্বের সেরা ডিবেটিং সোসাইটিতেই বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রীকে।
ভার্চুয়াল বৈঠক হবে
বর্তমান করোনা সংকটের কারণে এবারে এই সভা অনলাইনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালই সই, ডাক পেলেন মুখ্যমন্ত্রী। এই আমন্ত্রণের চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। পূর্বে ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়েছিলেন মমতা ব্যানার্জী। কিন্তু কোন কারণ বশত সেই সভায় যোগদান করতে পারেননি তিনি। এরপর ২০১৭ সালে অক্সফোর্ড ইউনিয়নের এই সভায় বক্তৃতা দেওয়ার নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি।
উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
সূত্র মারফত জানা যায়, আমন্ত্রণের চিঠি পেয়ে খুবই আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোনা গিয়েছে, এই ভার্চুয়াল সভায় অংশগ্রহণেরও ইচ্ছাপ্রকাশ করেছনে তিনি।