বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের শান্তি বৈঠকে রোমে (rome) আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালো রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও। তবে ইতিমধ্যেই সেই নিমন্ত্রণের চিঠি পেয়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো চিঠিতে লেখা ছিল, ‘সামাজিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অবসান প্রশংসনীয়। বিগত ১০ বছর ধরে দেশের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং শান্তিবজায় রাখার ক্ষেত্রে যে কাজ করেছেন, তা অসামান্য। সমাজের পিছিয়ে পড়া, দুর্বলতম অংশের জন্য আপনি যে কাজ করেছেন, তা কমিউনিটি অফ সন্ত এগিডিওর হৃদয় ছুঁয়ে গিয়েছে’। পাশাপাশি এই চিঠিতে একুশের নির্বাচনে মুখমন্ত্রীর অভূতপূর্ব সাফল্যের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে আন্তর্জাতিক মঞ্চে এই প্রথমবার নয়, এর পূর্বেও আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কখনও ভ্যাটিক্যান সিটিতে মাদার টেরেসারকে সন্ত ঘোষণার দিন, আবার তো বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃতও হয়েছিল বাংলার ‘কন্যাশ্রী প্রকল্প’। সেসব পেরিয়ে এবার আবারও, আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হওয়ার ডাক পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কমিউনিটি অফ সন্ত এগিডিও, বিশ্ব জুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করে। এবার এদের এই অনুষ্ঠানে আগামী ৬ ই এবং ৭ ই অক্টোবর মুখ্যমন্ত্রীকে রোমে উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমস্ত ধর্মগুরু, পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, মিশরের ইমাম আহমেদ আল তায়িব। এই মহান ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।