‘কালীঘাটের বাড়িতে আসুন…’ জুনিয়র ডাক্তারদের সন্ধ্যে ৬টায় বৈঠকে আহ্বান মমতার, যাবেন তারা?

বাংলা হান্ট ডেস্কঃ মেল এর জবাবে এবার পাল্টা মেল। জুনিয়র ডাক্তারদের আর্জিতে সাড়া। এবার নিজের বাড়িতেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শনিবার সন্ধে ৬টার সময় কালীঘাটে তার বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান মমতা। ইতিমধ্যেই মেল করে ডেকে পাঠানো হয়েছে তাদের। তবে সকলকে নয়। জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাহলে কি এবার সত্যিই বরফ গলতে চলেছে? মমতার ডাকে সায় দেবেন আন্দোলনকারীরা ?

জানা গিয়েছে, এদিন কালীঘাটের বৈঠকের কথা মেল করে মুখ্যসচিব মনোজ পন্থের তরফে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। খোলা মনে দুপক্ষের আলোচনা চেয়ে পাঠানো হয়েছে মেল। তবে সূত্রের খবর মূখ্যমন্ত্রী ১৫ জন বললেও ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই মমতার সঙ্গে দেখা করতে চান জুনিয়র ডাক্তাররা।

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ – খুনের প্রতিবাদে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আজ তাদের কর্মসূচির ৩৫তম দিন। এর আগে বৃহস্পতিবার বহু টানাপোড়েনের পর ভেস্তে যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। ঠাণ্ডা লড়াই চলছিলই। এরই মাঝে শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফেরার আর্জি জানানোর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বরং বড় দিদি হিসেবে এখানে এসেছি।’

ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিচারের দাবি তোলেন তিনিও। তিলোত্তমা হত্যাকারীদের তিনমাসের মধ্যে সাজার দাবি তোলেন মমতা। ভরসা করলে বিচার পাবেন বলেন মমতা। পাশাপাশি তার দ্বারা যতটা সম্ভব তাও করবেন বলে জানান। শেষে যাওয়ার আগে বলে যান, ‘এটা আমার শেষ চেষ্টা।’

আরও পড়ুন: নেই TRP, পুরোই ফ্লপ গৌরব-ঋদ্ধিমা জুটি! ফের ‘রান্নাঘরে’ কি সুদীপাকেই ফেরাচ্ছে Zee Bangla?

RG Kar case junior doctors are ready for a meeting with Mamata Banerjee

এরপরই আন্দোলনকারীরা জানান, তারাও আলোচনায় বসতে রাজি। তবে পাঁচ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা হবে না। মেল পাঠানো হয় বৈঠকের আরজি জানিয়ে। সেই মত ডাক্তারদের দাবিতে সাড়া দিয়ে নিজের বাড়িতেই তাদের ডেকে পাঠালেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর