বিরোধীদের এক করতে মরিয়া মমতা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে চলছে আলোচনা

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী সফরে গিয়ে বিজেপি (bjp) বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee)। কিন্তু সেখানে গিয়ে একসঙ্গে বৈঠক করার থেকে এককভাবেই বৈঠকেই জোর দিলেন মুখ্যমন্ত্রী। মুখোমুখী কথা হল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে।

এমনকি ফোন মারফত কথা হল লালুপ্রসাদ যাদবের সঙ্গেও। বর্তমানে চিকিৎসা জনিত কারণে বড় মেয়ের সঙ্গে দিল্লীতেই রয়েছেন এই বর্ষীয়ান নেতা। জামিনে ছাড় পেয়ে দিল্লীর এইমসে চিকিৎসা চলছে তাঁর। রাজনৈতিক মহলের ধারণা, আবারও রাজনীতিতে নিজের পুরনো ছন্দে ফিরতে চাইছেন লালুপ্রসাদ যাদব। সেই কারণে বৈঠকও সেরেছেন শরদ পাওয়ারের সঙ্গে।

Mamata Banerjee2 1

তবে বিজেপি বিরোধী বেশ কয়েকটি দলের সঙ্গে কথা হলেও, এখনও চারটি সরকার বিরোধী দল নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। নিজেকে যতই লিডার নন, ক্যাডার বলুক না কেন, বিজেপি বিরোধী দলগুলোকে এক করতে প্রধান ভূমিকা কিন্তু তিনিই নিয়েছেন।

সেই আসরে নেমেও ওড়িশার নবীন পট্টনায়েক, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর এআইডিএমকে এবং অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সঙ্গে কিছুটা অন্য আঙ্গিকে কথা বলতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে ঠিক কি বিষয়ে কথা বলবেন, তার একটা রাফ সিদ্ধান্তও নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তিনি ঠিক করেছেন, রাজ্যগুলির প্রতি বঞ্চনা এবং বৈষম্যের বিষয়ে জোর দিয়ে কথা বলবেন। তাঁর মধ্যে থাকতে পারে জিএসটি, জিএসটি কাউন্সিল, পেট্রোপণ্যের লাগাতার আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং ভ্যাকসিন বিভ্রাট। এইসকল বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নিলেও, এখনই তামিলনাড়ুর সঙ্গে কথোপকথনে যেতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর