উত্তরবঙ্গ গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মমতা! নিশীথ হারতেই পাল্টাচ্ছে সমীকরণ? তোলপাড় বাংলা!

   

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গ ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। এবার আবার জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে কোচবিহারে (Cooch Behar) ঘাসফুল ফুটেছে। BJP-র হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি।

সোমবার রাতে উত্তরবঙ্গে (North Bengal) পৌঁছনোর পরেই মমতা বলেন, মা-মাটি-মানুষের নামে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। একইসঙ্গে জানিয়েছিলেন, একটি ছোট বৈঠকও রয়েছে তাঁর। এই বৈঠক নিয়েই চলছিল জল্পনা। কানাঘুষো শোনা যায়, BJP-র রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহারের হেভিওয়েট নেতা অনন্ত মহারাজের (Anant Maharaj) সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সকালে অনন্ত মহারাজ নিজেই সেকথা জানালেন।

BJP সাংসদ বলেন, পুলিশ সুপারের মাধ্যমে তিনি জানতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে আসছেন। সেই নিয়ে তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয়ে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে আসছে শুনে স্বভাবতই বেশ খুশি BJP নেতা নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। এদিকে ঠিক কী কারণে অনন্ত মহারাজের বাড়ি যাচ্ছেন মমতা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ একসঙ্গে বাড়বে বেতন ও DA! রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী

এদিকে লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ের পর সেখানে সংগঠনের ওপর জোর দিয়েছে TMC। হারানো জমি ফের পুনরুদ্ধারের কাজে নেমে পড়েছে জোড়াফুল শিবির। এমতাবস্থায় খোদ TMC সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্ত মহারাজের বাড়ি যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee Anant Maharaj

উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচন শুরুর আগে থেকেই বেসুরো হয়েছিলেন অনন্ত। প্রার্থী ঘোষণার পর সরাসরি সুর চড়িয়ে বলেছিলেন, ‘রাজ্য BJP আমায় ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগ রাখে না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি’। এমনকি নিশীথের সমর্থনে সেভাবে প্রচারেও সক্রিয় হতে দেখা যায়নি BJP-র রাজ্যসভার এই সাংসদকে। এমতাবস্থায় তাঁর সঙ্গে মমতার সাক্ষাতের পর রাজনৈতিক সমীকরণ বদলায় কিনা সেদিকেই নজর থাকবে সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর