বিজেপিকে হারানোর লক্ষ্যেই গোয়া সফর, সদর্পে ঘোষণা মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার পর টার্গেট এখন গোয়া (goa)। সর্বভারতীয় স্তরে তৃণমূলের মহিমা প্রচার করতে, এবার গোয়াকে লক্ষ্যস্থির করেছে সবুজ বাহিনী। সেইমর্মে বৃহস্পতিবারই গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ইতিমধ্যেই পুজোর মধ্যে সেখানে একটি দফতরও খুলে ফেলেছে মমতার বাহিনী। চলছে মানুষকে একত্রিত করার কাজও।

ইতিমধ্যেই কংগ্রেসের ছত্রছায়া ত্যাগ করে মমতার বাহিনীতে নাম লিখিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে শুক্রবারই আবার তাঁকে নিযুক্ত করাও হয়েছে। আবার তৃণমূলের দিল্লী জয়ের কান্ডারি হতে একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব এসে নাম লেখাচ্ছেন সবুজ শিবিরে।

mamata banerjee

এই পরিস্থিতিতে ২৮ শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গোয়া সফরে। আর তাঁর এই সফরকে ভীষণই তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে গোয়া সফরে যাওয়ার আগে, সেই বিষয়ে দুটি ট্যুইটও করলেন মুখ্যমন্ত্রী।

প্রথম পর্বে লিখেছেন, ‘আগামী ২৮ শে অক্টোবর প্রথমবার গোয় সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য, সকল ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলকে আমি একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছর ধরে অনেক কিছুই সহ্য করতে হয়েছে গোয়ার মানুষকে’।

দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গোয়ায় গিয়ে যৌথভাবে আমরা একটি নতুন সরকার গড়ে তুলবে, হবে নতুন ভোরের সূচনাও। আর সেই নতুন সরকার গোয়ার মানুষের প্রত্যাশা পূরণের জন্য দায়বদ্ধ থাকবে’।

Smita Hari

সম্পর্কিত খবর