শিক্ষিকা রূপে ধরা দিলেন মমতা, স্কুলে ঢুকে নিলেন ক্লাস! মুখ্যমন্ত্রীকে দেখে অবাক পড়ুয়ারা

বাংলাহান্ট ডেস্ক : তাঁর আদর্শই মা-মাটি-মানুষ। তাই বরাবরই মাটির কাছে থাকতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জেলা সফরে গেলে মানুষের মধ্যে মিশে যাওয়ার ছবি প্রায়ই দেখা যায়। কখনও কারুর বাড়িতে ঢুকে হঠাৎই কোনও বাচ্চাকে কোলে তুলে নিচ্ছেন। কখনও বা মাটিতে বসে ভাল মন্দর খবর নিচ্ছেন। তা ছাড়া চায়ের দোকানে ঢুকে চা বানানো, চপ ভাজা ইত্যাদির ছবিও খুব পরিচিত।

বুধবার উত্তর ২৪ পরগনার টাকি থেকে আরও দক্ষিণে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হঠাৎই চকখাঁপুর এফপি স্কুলে ঢুকে পড়েন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখে শিক্ষকরা তো বটেই হতবাক হয়ে যান ছাত্ররাও। তবে মুখ্যমন্ত্রী যেভাবে তাঁদের সঙ্গে মুহূর্তে মিশে যান তাতে বিষ্ময় কেটে ব্যাপারটা অনেকটাই সরল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় আপ্লূত সকলে।

তবে চমকের আরও বাকি। এর পর ক্লাসে ঢুকে ছাত্রদের নানা প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। ছাত্ররাও জবাব দিচ্ছেন তাঁর প্রশ্নের। কিছুক্ষণ পর স্কুল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। চকখাঁপুর স্কুল (North 24 Pargana School) থেকে বেরিয়ে স্থানীয় প্রগতি সঙ্ঘের মাঠে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে দুস্থদের শীতের জামাকাপড় বিতরণ করেন তিনি।

শীত বস্ত্রের পাশাপাশি এলাকায় শিশুদের জন্য টেডি বিয়ারও নিয়ে গিয়েছিলেন মমতা। সেসব বিতরণ করেন। মুহুর্তের মধ্যে চকখাঁপুর এলাকায় যেন উৎসবের ছোঁয় লেগে যায়। মুখ্যমন্ত্রীর হঠাৎ আগমনে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়ে যায় গোটা এলাকা জুড়েই।

টাকির খাঁপুকুর গ্রামপঞ্চায়েত এলাকার একটি গ্রামের লোকজনের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর। এলাকার লোকজনের সঙ্গে বসে এদিন দুপুরে খাবার খেলেন মমতা। স্টিলের থালায় ভাত, ওলের তরকারি, ট্যাংরা মাছেন ঝোল খাচ্ছেন মুখ্যমন্ত্রী, পাশে বসে এলাকার লোকজন।

Sudipto

সম্পর্কিত খবর