মমতাকে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে তুলনা মদনের, বললেন উনি টাকা না নিয়ে চাকরি দিতে পারবেন

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা–মন্ত্রীদের। এমনকী এই অভিযোগে এখন জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্যের (Manik Bhattarchya) মতো প্রথম সারির নেতা। সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ শিক্ষা দফতরের অনেক কর্তাই এখন সিবিআই অথবা ইডির হেফাজতে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে। রাস্তায় বসে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার উপায় বলে দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আর তা নিয়ে শুরু হয়েছে জোর তর্জা। মদন মিত্রের মন্তব্যে এখন সরগরম রাজ্য রাজনীতি।

বেলঘরিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন মদন মিত্র। পুজোর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে তুলনা করেন তিনি। মদন মিত্র বলেন, ‘‌চাকরি চাই, ছেলেমেয়েদের চাকরি চাই। কাউকে টাকা দেবেন না। প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে চাকরি দেব বলে। চাকরি যদি দেয় তাহলে ওই মালিক বসে আছে মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কাছে চাইবেন। যে চাকরি দেবে সে কোনওদিন টাকা চাইবে না। আর যে টাকা চাইবে, সে কোনওদিন চাকরি দেবে না।’‌

রাজ্যে সবচেয়ে অধিকাংশ মানুষকে নাড়া দিয়েছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান, অনশন দেখা গিয়েছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে চলেছে পুলিসের লাঠিও। কিন্তু আন্দোলন করলেই তো চাকরি দেওয়া যাবে না বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি মিলবে সঠিক মেধার ভিত্তিতেই। ধর্মতলায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভও দেখেছে রাজ্যবাসী। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখন বিচার বিভাগীয় হেফাজতে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা–মন্ত্রী–বিধায়ক।

বিশেষ সূত্রের জানা যাচ্ছে, মদন মিত্রের এমন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ এখন ধর্মতলায় অবস্থানরত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের বার্তা দিতেই তিনি এই মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের একটাই দাবি, চাকরি চাই। আর তাই তাঁর উপরই ভরসা রাখতে বলেছেন মদন মিত্র। চাকরি কেমন করে মিলবে তাও বলে দিয়েছেন তিনি। সেই পথ ধরে যে পথে বসে আছেন সেটা ছাড়তেই এই বার্তা। মদন মিত্রের এই বক্তব্য সাম্প্রতিক পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর