রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের কুমন্তব্য মামলায় মুখ্যমন্ত্রী যুক্ত নন, রায় হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ স্বস্তি মিলল মুখ্যমন্ত্রীর! কিছুদিন আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর মন্তব্যের ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় জুড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও। তবে এদিন জনস্বার্থ মামলা থেকে বাদ মুখ্যমন্ত্রীর নাম বাদ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সূত্রের খবর, সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়ে জানায়, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জড়িত নন। ফলে স্বাভাবিকভাবেই তাঁকে এই মামলায় যুক্ত করার কোনো কারণ তাঁরা দেখছেন না। এই বলেই এদিন দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে তৃণমূল সুপ্রিমোর নাম সরানো হল।

প্রসঙ্গত, গতবছর শেষের দিকেবিজেপির শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হয় অখিল গিরির ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে। ভিডিয়োতে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’

অখিলের এই মন্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক তরজা। রাষ্ট্রপতি সম্পর্কে তাঁর এহেন মন্তব্যের প্রতিবাদে সরব হয় বিজেপি শিবির। শুধু তাই নয়, অখিলের মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’

high court

এরপর অখিল ক্ষমা চাইলেও তাঁর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন নীলাদ্রি সাহা। সেই মামলায় মুখ্যমন্ত্রীর নামও যুক্ত করেছিলেন তিঁনি। তবে এদিন জনস্বার্থ মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দিল কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর