ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ডাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী সোমবার সকালেই ঘূর্ণিঝড় ইয়াসে (cyclone yaas) পরিণত হয়ে গিয়েছে সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপ। সকাল ৯ টা নাগাদ ট্যুইটে জানায় হাওয়া অফিস। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ডাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee) থাকতে পারবেন না বলে জানা গিয়েছে। সেই জায়গায় প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সকাল ১১ টায় ডাকা অমিত শাহের বৈঠকের সময়, পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় মুখ্যমন্ত্রী সেই বৈঠকে উপস্থিত হতে পারবেন না বলে জানা গিয়েছে। সেই জায়গায় প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া হবে, সেবিষয়েই আলোচনা হবে এই বৈঠকে।

পূর্বেই হাওয়া অফিস জানিয়েছে, প্রথমে সোমবার বাংলা ও ওড়িশা উপকূলে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করবে। তারপর মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ৭০ কিমি বেগে হাওয়াও বইবে। এরপর বুধবার সকালে সর্বোচ্চ ৮০ কিমি, দুপুরে ১১০ কিমি এবং সন্ধ্যায় ১৫৫-১৬৫ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। এই আবহাওয়া কমতে থাকবে বৃহস্পতিবার সকাল থেকে।

vbcvbhdvcdhvc

তবে কেন্দ্র এবং রাজ্য সরকার কোমর বেঁধে লেগে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার কাজে। চালু করা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। মোতায়েন করা হয়েছে বিভিন্ন সুরক্ষা বাহিনীকে। ছুটি বাতিল করা হয়েছে বিভিন্ন বিভাগের। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থল, জল, নৌ বিভিন্ন বাহিনী।


Smita Hari

সম্পর্কিত খবর