‘ত্রিপলগুলো গুনে নেবেন’! ডাক্তারদের ধর্নামঞ্চে মমতা, ‘বং গাই’ শতরূপদের পোস্টে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার দুপুরে আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাজে ফেরানোর আর্জি জানানোর পাশাপাশি মমতা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নন, বরং বড় দিদি হিসেবে এখানে এসেছেন তিনি। এরপরেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, জনপ্রিয় ইউটিউবার বং গাই।

  • বং গাই, শতরূপ কী লিখলেন জানেন (Mamata Banerjee)?

আজ দুপুরে মুখ্যমন্ত্রী ডাক্তারদের ধর্নামঞ্চে যেতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। রাজ্যজুড়ে যখন এই নিয়ে আলোচনা হচ্ছে তখন সমাজমাধ্যমের পাতায় ভেসে ওঠে কয়েকটি পোস্ট। বং গাই থেকে শুরু করে শতরূপ ঘোষ (Shatarup Ghosh), বেশ কয়েকজনকে ত্রিপল নিয়ে পোস্ট করতে দেখা যায়। যদিও ঠিক কোন প্রসঙ্গে এই পোস্ট করেছেন সেটা অবশ্য দু’জনের কেউই খোলসা করেননি।

   

আরও পড়ুনঃ মানুষ নয়, অ্যাম্বুলেন্স করে পোষ্যকে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা! তুলোধোনা শুভেন্দুর

এদিন বং গাই (Bong Guy) নামে খ্যাত কিরণ দত্ত লেখেন, ‘ত্রিপলগুলো একবার গুনে নেবেন’। অন্যদিকে বাম নেতা শতরূপ আবার লিখেছেন, ‘যখনই শুনেছিলাম ধর্নামঞ্চে ত্রিপল আর চালের বস্তা জড়ো হচ্ছে, তখনই মনে হয়েছিল…’। মুখ্যমন্ত্রীর ডাক্তারদের ধর্নামঞ্চে যাওয়ার পর পর এই পোস্ট আসায় স্বাভাবিকভাবেই তা নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে।

RG Kar case junior doctors are ready for a meeting with Mamata Banerjee

এদিকে আজ মুখ্যমন্ত্রী আসার পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়, তাঁরা আন্দোলনের জন্য তৈরি। তবে পাঁচ দফা দাবির সঙ্গে কোনও রকম সমঝোতা হবে না বলে জানিয়ে দেন তাঁরা। এমতাবস্থায় আজ সন্ধ্যা ৬টায় জুনিয়র চিকিৎসকদের নিজের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সেখানেই আলোচনায় বসতে পারেন তাঁরা। এই বৈঠকে কোনও রফাসূত্র বেরোয় কিনা আপাতত সেদিকেই নজর সকলের।

জানা যাচ্ছে, এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের কথা জানিয়ে জুনিয়র চিকিৎসকদের মেল করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। খোলা মনে দুই পক্ষের মধ্যে আলোচনা চেয়ে এই মেল পাঠানো হয়েছে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ১৫ জনের প্রতিনিধিদল নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়িতে যেতে বলা হয়েছে। তবে জুনিয়র চিকিৎসকরা ৩০ জনের দল নিয়েই সেখানে যেতে চান বলে খবর। বিগত এক মাসেরও অধিক সময় ধরে চলতে থাকা এই অচলাবস্থা আজ কাটে কিনা সেটাই এখন দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর