বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের ফলাফলের পর খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলো মমতার সরকার। সেখান থেকে কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। নির্বাচনের আগে ফের বড় ঘোষণা করলেন মমতা ব্যানার্জি।
যদিও এবারের রাজ্য বাজেটে কর্ম সাথী প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রী ঘোষণা করেন, এই কর্মসূচি প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের সমবায় ব্যাংকের মাধ্যমে ঋণ দান করা হবে। এছাড়াও প্রতি বছর ১ লাখ কর্মসংস্থান সুযোগ তৈরী করা হবে।এই প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৫০০ কোটি টাকা এও জানান অর্থমন্ত্রী।
অতঃপর কালিয়াগঞ্জের প্রশাসনিক সভা থেকে ১ লক্ষ বেকার কে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কর্মসাথীদের জন্য অ্যাপ তৈরি করতে চলেছে রাজ্য সরকার নাম নথিভুক্ত করার পরেই সেই অ্যাপের মাধ্যমে টাকা পেয়ে যাবেন আবেদনকারীরা। বেকার যুবক-যুবতীদের ব্যবসায় উৎসাহ দানের জন্য অর্থ সাহায্য করা হবে।
জানা গিয়েছে, ঋণের জন্য বিডিও অফিসে আবেদন করতে হবে যুবক-যুবতীদের। তারপর নাম নথিভুক্তিকরণের পর অ্যাপের মাধ্যমে সরাসরি টাকা চলে আসবে। এর মাঝখানে টাকা যাতে কেউ না নিতে পারে সেই কারণেই এই অ্যাপের ব্যবস্থা করা হয়েছে বলেই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।