বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পূর্বে দলীয় কর্মীসভা থেকে অনুশাসন এবং অন্যান্য একাধিক ইস্যুতে এদিন মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এদিন ধমকের সুরে উষ্মা প্রকাশ করে বসলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কখনো মা কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করা হোক, আবার কখনো সাংবাদিকদের অপমানজনক মন্তব্য; সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রের মন্তব্যের দ্বারা অস্বস্তি ক্রমাগত বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেসের।
সম্প্রতি, মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেড়ে গোটা দেশ জুড়ে মহুয়ার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। একইসঙ্গে, সংসদে ‘ব্যাগ’ ইস্যুকে কেন্দ্র করেও তৃণমূল সাংসদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধীদের একাংশ। আর এবার অবশেষে তৃণমূল সাংসদকে ধমক দিয়ে বসলেন মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে নদিয়া থেকে জয়লাভ করেন মহুয়া মৈত্র। এর পূর্বে করিমপুরে বিধায়ক থাকলেও বর্তমানে সেই এলাকায় আবু তাহের দায়িত্ব সামলে চলেছেন আর এই বিষয়কে কেন্দ্র করেই বর্তমানে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে উঠে এসেছে। একটি মহলের দাবি, বর্তমানে করিমপুর বিধানসভা কেন্দ্রে মহুয়া মৈত্র বিধায়ক না থাকলেও সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজনীতি করে চলেছেন। সম্প্রতি, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশও জানান অনেকে।
আর অবশেষে এদিন সেই প্রসঙ্গে মহুয়াকে উদ্দেশ্য করে ধমকের সুরে মুখ্যমন্ত্রী জানান, “করিমপুর আর তোমার জায়গা নয়। ওখানে আবু তাহের দায়িত্ব সামলাচ্ছেন। উনি দেখবেন। তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো।”