বাংলা হান্ট ডেস্ক : প্রত্যেক বছরের মত এবছরও মহালয়ার দিনে প্রকাশ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুজোর গানের অ্যালবাম। রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হিসেবে সারাদিন তুমুল ব্যস্ততার মধ্যেই এবারও ঠিক সময় করে গান লেখার পাশাপাশি সেই গানে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বরাবরই গানের প্রতি, শিল্প-সংস্কৃতির প্রতি মুখ্যমন্ত্রীর অগাধ ভালবাসা রয়েছে।
স্বরচিত গান গাইছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)
তাই প্রতি বারের মতো এবারেও ট্রেন্ড বজায় রেখেই মহালয়ার দিন প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’। প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ করার পাশাপাশি নিজের গানের অ্যালবাম লঞ্চ করেন মুখ্যমন্ত্রী। সেই ধারা বজায় রেখে এবারও তাঁর গানের অ্যালবামে প্রকাশ্যে এল।
এই অ্যালবামে রয়েছে মোট দশটি গান। এদিন নজরুল মঞ্চে দাঁড়িয়ে পাবলিক ডিম্যান্ডে ধরা গলায় সেই স্বরচিত গানের প্রথম দু লাইন গেয়েও ওঠেন মুখ্যমন্ত্রী। গলা ভালো না থাকায় এদিন মঞ্চে উঠলেও গান গাইতে অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাইক হাতে মন্ত্রী ইন্দ্রনীল সেন কিছুতেই মুখ্যমন্ত্রীর গান না শুনে ছাড়বেন না.
তাই মাইক হাতে তিনি এদিন বলে ওঠেন, ‘দিদি হাতে মাইক ধরলেই সব গলা ঠিক হয়ে যাবে।’ তখন মমতা বলেন, ‘আমার গলা বসা। সারাক্ষণ লেকচার দিয়ে বেড়াই। এটা অ্যালবামের প্রথম গান। আমি দু’লাইন গাইব .বাদ বাকিটা শ্রীরাধা গাইবে’। তারপর কি বোর্ডের সুর তোলা হলেও সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে কোন সুর ছাড়াই খালি গলায় গান ধরলেন মমতা। গাইলেন ‘আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লয়….।’
এদিন ‘দিদি’র গান শুনতে সেখানে হাজির ছিলেন শ্রীরাধা বন্দোপাধ্যায়, শোভন দেব চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস সহ ইন্দ্রনীল সেনরা। যদিও প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। কটাক্ষ করে কেউ লিখেছেন, ‘কোকিল কণ্ঠী পুরো’। আবার কেউ বিদ্রুপ করে লিখেছেন, ‘শ্রেয়া ঘোষাল-ও লজ্জা পাবে।’
যদিও নিন্দুকদের মাঝে দিদি র প্রশংসা করার মানুষও কম নেই। তাই সেখানে কেউ লিখেছেন দিদি তুমি সত্যিই অনন্যা। সব কিছুই করতে পারো। এবার মুখ্যমন্ত্রীর গানের পুজো অ্যালবামের মোট ১০ টি গানে গলা মিলিয়েছেন নচিকেতা থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মত বাংলা ইন্ডাস্ট্রির এক ঝাঁক নামিদামি শিল্পী। এদিন নজরুল মঞ্চে বিভিন্ন কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের মুখে জানান, সরকারি প্রকল্পের গান বাদ দিয়ে তাঁর মোট ১৩০ টি মৌলিক গান রয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা