বাংলা হান্ট ডেস্কঃ গত সেপ্টেম্বরে রাজ্যে শিল্প আনার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পেন ও দুবাইয়ের দীর্ঘ সফর সেরে ফেরার পরই হাসপাতালে ছুটতে হয় তৃণমূল সুপ্রিমোকে। সেখানে পায়ের চিকিৎসা হয় মুখ্যমন্ত্রীর। জানা যায় মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে চোট (Left Leg Injury) থাকায় তাকে আপাতত ১০ দিন বিশ্রাম (Rest) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই থেকেই গৃহবন্দি মমতা। বাড়িতেই চলছে তার চিকিৎসা।
গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে যাওয়ার সময়ই শেষ বার বাড়ির বাইরে পা রাখেন মমতা। তারপর থেকে এখনও বিশ্রামেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরই মধ্যে জানা যাচ্ছে আগামী ১৪ অক্টোবর বাড়ির বাইরে পা রাখতে পারেন মমতা। সব ঠিক থাকলে মহালয়ার দিন গৃহবন্দি দশা কাটবে মুখ্যমন্ত্রীর।
দল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ায় তৃণমূলের মুখপত্রের উত্সব সংখ্যার উদ্বোধন করবেন মমতা। ৩টেয় ওই অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা। সেই অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। আর সূত্রের খবর মুখ্যমন্ত্রীই করবেন উদ্বোধন। তবে তিনি ভার্চুয়ালি সেই উদ্বোধন করবেন কিনা তা নিয়েও জল্পনা রয়েছে। আবার মহালয়ার দিন বেরোলে কিছু পুজোর উদ্বোধনও সারতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কনফার্ম হল তারিখ! এই দিন DA বৃদ্ধির ঘোষণা হবে, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা
তৃণমূল সূত্রে জানা গিয়েছে মহালয়ার দিন সশরীরেই নজরুল মঞ্চে পৌঁছবেন মমতা। বর্তমানে বাড়িতে বিশ্রামে থাকলেও সেখান থেকেই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগামী ১২ অক্টোবর, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের অফিসে। কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেখানে জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷
এরপর চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। কথা মতো তাই হয়ে। বাড়ি থেকেই চলে ফিজিওথেরাপি। ছোটোখাটো একটা সার্জারিও হয়। তবে এরপরই বিশ্রাম ভুলে কাজে নামেন মমতা। তবে তিনি চোট ভুললেও, চোট তাকে ভোলেনি।
সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়েও সেই বাঁ পায়েই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ দিনের বিদেশ সফর ভালোমতো সেরে এসে এসএসকেএম হাসপাতালে যেতে হয় মমতাকে। সেখানেই চিকিৎসকেরা টানা ৩ ঘন্টা পরীক্ষা করে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।