লকডাউন ও হটস্পট হওয়া অঞ্চলের নিয়ম না মানলে পেতে হবে কড়া শাস্তি, বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

 

বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।

আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।

mamata 13

১৫ ই এপ্রিল থেকে ভারত জুড়ে উঠে যাওয়ার কথা ছিল লকডাউন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ওয়াজ নবান্নে মমতা ব্যানার্জি জানান আগামী জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে সকাল 10 টা থেকে বিকাল পর্যন্ত বিপণি খোলা থাকবে। অনলাইন ফুড ডেলিভারিতেও ছাড় দেওয়া হচ্ছে। বেকারি খোলা থাকবে প্রটোকল মেনে।

এছাড়া মমতা ব্যানার্জির জানান, কেন্দ্রের কাছে রেপিড টেস্ট করানোর জন্য যে কিট চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে তা আর মাত্র ৭-৮ দিনের মধ্যেই চলে আসবে। তার পরেই শুরু হবে টেস্টের কাজ। করোনা আক্রান্ত চিহ্নিত এলাকাগুলিতে এই কাজ অতি দ্রুত গতিতে হবে। এছাড়াও তিনি বলেন, কোথাও রাইট করোনা টেস্ট করতে এলে সাহায্য করবেন। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর