‘হিন্দুদের জন্য কোনও কাজ করেছেন?’ বিলেতের মাটিতে প্রশ্নের মুখে মমতা! কী উত্তর দিলেন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। রাজ্য সরকারের (Government of West Bengal) নানান প্রকল্প, বাংলায় বিনিয়োগ সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই দর্শকাসনে উপস্থিত কয়েকজনের প্রশ্নের মুখেও পড়তে হয়। ‘হিন্দুদের জন্য কোনও কাজ করেছেন?’ থেকে সিঙ্গুর থেকে টাটা বিদায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।

কী জবাব দিলেন মমতা (Mamata Banerjee)?

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ধর্ম ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সুদূর লন্ডনেও তার আঁচ টের পেলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে হিন্দুদের নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকজন।


মমতাকে (Mamata Banerjee) একজন জিজ্ঞেস করেন, হিন্দুদের জন্য কোনও কাজ করেছেন? উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সবার জন্য। আমি হিন্দু, মুসলিম, শিখ, সাঁই সবার জন্য। আমি সবার। আমি একতার পক্ষে’।

আরও পড়ুনঃ বোমা মেরে খুন করতে পারে! আতঙ্কে ভুগছেন ‘এই’ তৃণমূল নেতা! চাইলেন নিরাপত্তা

যদিও মমতার এই দাবি মানতে চাননি বিজেপি নেতা শমীক (Samik Bhattacharya)। তিনি বলেন, ‘পুরো হিন্দুসমাজ, তাদের মধ্যে আজ এই প্রশ্ন জেগেছে… মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য। মুখ্যমন্ত্রী সবার জন্য নন। উনি শুধু তিরিশ শতাংশের জন্য’। এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) এই ভিডিও শেয়ার করে বিজেপির রাজ্যসভার সাংসদ লিখেছেন, ‘যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তখন সারা বিশ্বের হিন্দু তাঁদের পাশে দাঁড়াচ্ছে। হিন্দু হিন্দু ভাই ভাই’।

পাল্টা সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘বিজেপির কিছু নেতা তাঁরা এই সমগোত্রীয়। যারা কুৎসা করে, বাঙালির প্রতি অন্যদের নিন্দা করে, অন্যদের উৎসাহিত করে’।

Will India become worlds largest economy Mamata Banerjee opens up

এদিকে গত বৃহস্পতিবার অক্সফোর্ডের অনুষ্ঠানে যাদবপুর নিয়েও প্রশ্ন করা হয় মমতাকে। একজন দর্শক জিজ্ঞেস করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনি কী করেছেন? উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই রকম করবেন না ভাই। এই রকম করবেন না’।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লন্ডন সফর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। আজ সন্ধ্যায় ফিরে আসছেন।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X