পুজো উদ্বোধনী অনুষ্ঠানে ভরা মঞ্চে মন্ত্রপাঠে ভুল! মুখ্যমন্ত্রীর ভিডিও পোস্ট করে কটাক্ষ BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। সেই উপলক্ষ্যে এদিনে বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এর মাঝেই শ্রীভূমিতে (Sreebhumi) উপস্থিত হয়ে ভরা মঞ্চে মন্ত্রপাঠ করতে গিয়ে ভুল করে বসলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে মন্ত্র পাঠে বাধা সৃষ্টি হওয়ার কারণে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, দুর্গাপুজো শুরু হতে বেশ কয়েকদিন বাকি থাকলেও এদিনই কলকাতার বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে টালা প্রত্যয়, শ্রীভূমি ও আরও একটি প্যান্ডেলের উদ্বোধন করেন তিনি।

পরবর্তীতে শ্রীভূমিতে উপস্থিত হয়ে অনুষ্ঠান মঞ্চে উঠতেই ঘটে বিপত্তি! সেই সময় উক্ত মঞ্চে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, নচিকেতা এবং সঙ্গীত শিল্পী শান সহ আরো অনেকেই আর সেখানে মন্ত্র পাঠ করতে উঠে ভুল করে বসেন মুখ্যমন্ত্রী। কয়েক মুহূর্তের মধ্যে সেই প্রসঙ্গটিকে তুলে ধরে একটি ভিডিও পোস্ট করা হয় রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে, যেখানে দেখা যায় মন্ত্র উচ্চারণে ভুল করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে তা থামিয়ে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।

এই বিষয়টি উল্লেখ করে ফেসবুক পোস্ট বিজেপির তরফ থেকে লেখা হয়, “আবারও ভুল মন্ত্র পাঠ! মমতা ব্যানার্জীর পক্ষেই এটা সম্ভব।”

একইসঙ্গে এদিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে গিয়ে তৃণমূল মন্ত্রী সুজিত বসু এবং পুলিশ কমিশনারকে একাধিক নির্দেশ দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “একটাই অনুরোধ করছি, পুজোর সময় রাস্তা যেন বন্ধ না হয়। মানুষ প্লেন ধরতে সক্ষম হলো না কিংবা কোথাও যেতে অসুবিধা হলো, সেই রকম ঘটনা যেন না ঘটে। একটা ক্লাবের কর্তা বলেই হয়ে গেল, সেটা করা যাবে না। মন্ত্রীদের সামগ্রিক দায়বদ্ধতা থাকে। সেই সূত্রে পুজোর সময় যাতে সকল রাস্তা সচল রাখা যায়, তা দেখতে হবে।”

পাশাপাশি নেতামন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুজোর সময় ছুটি কাটাই না। মানুষ যখন রাস্তায় বের হয়, তখন আমি তাদের পাহারাদার হিসেবে থাকি। সব খবর রাখি। তবে যদি অন্য রকম ঘটনা ঘটে, তাহলে বাবুটা থাকবে না।  ঘ্যাচাংফু করে দেবো।” উল্লেখ্য, এদিন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন কমিশনার হয়ে এসেছে গৌরব। তুমি দেখে নিও সবকিছু। নাহলে আমি তোমায় দেখবো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর