একুশের জুলাইয়ের পরেই ঘুরে যাবে ‘খেলা’, এবার রদবদলের পথে মমতা! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা উপনির্বাচন এবং একুশে জুলাইয়ের সমাবেশ, আপাতত এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক স্তরে এর প্রস্তুতি দেখার জন্য রাজ্যের নানা জেলায় জেলায় ঘুরছেন জোড়াফুল শিবিরের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এর মাঝেই সামনে এল বড় খবর। জানা যাচ্ছে, একুশে জুলাইয়ের সমাবেশের পর দল এবং প্রশাসনের কিছু রদবদলের পথে হাঁটতে পারে TMC। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এবারের লোকসভা ভোটে বাংলায় ‘সবুজ ঝড়’ উঠলেও, বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে TMC। শহরাঞ্চলে জোড়াফুল শিবিরের ভোট কমেছে। গ্রামে সেটা না হলেও সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে বলে জানান তৃণমূলের (Trinamool Congress) এক রাজ্য নেতা। এবার তাই ‘মেরামতি’র পথে হাঁটতে চলেছেন মমতা (Mamata Banerjee)। সাংগঠনিক দুর্বলতা কাটাতে ‘কাজের লোক’ বাছাই করতে চলেছেন তিনি।

জানা যাচ্ছে, অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে আলোচনা করে আগামী আগস্ট মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন TMC নেত্রী। পুরসভা, পঞ্চায়েত এবং রাজ্য মন্ত্রীসভায় রদবদল করা হতে পারে বলে খবর। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে আবার আলাদা করে নজর রয়েছে TMC-র। এবার কোচবিহার আসনে ঘাসফুল ফুটলেও, উত্তরে বিজেপি-র দাপটই চোখে পড়েছে। এই জন্য এবার সেসব জায়গায় সংগঠন নিয়ে দফায় দফায় পর্যালোচনার পর রদবদলের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ DA দাবির মাঝেই বিরাট ধাক্কা! সরকারি কর্মীদের উদ্দেশে জারি নয়া নির্দেশিকা, উড়ল রাতের ঘুম!

TMC সূত্রে খবর, এবারের লোকসভা নির্বাচনে দল এমন কিছু কেন্দ্রে জয়ী হয়েছে যেখানকার বিধানসভা আসন নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ব্যাপারটা এক। সেই কারণে এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে TMC নেত্রী রদবদলের পথে হাঁটতে পারেন বলে খবর।

Mamata Banerjee

এদিকে পঞ্চায়েত ভোটের সময় থেকে কাজের মূল্যায়নের ওপর জোর দিয়েছিল TMC। পঞ্চায়ে দায়িত্ব নেওয়ার ৬ মাস পদ থেকে মূল্যায়নও শুরু হয়। প্রধান, সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ স্তরে সেই মূল্যায়ন আসন্ন রদবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান যাচ্ছে। শেষ অবধি কী সিদ্ধান্ত নেন TMC নেত্রী সেদিকেই নজর থাকবে সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর