‘ওইসব প্যাক প্যাক বুঝি না!’ সেই আইপ্যাক কর্তা গেলেন নবান্নে, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরে মাথাচাড়া দিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। মমতা-অভিষেকের মতান্তরের বিষয়টিও বিগত কয়েকদিনে বেশ স্পষ্ট হয়েছে। তবে নানান জল্পনার মাঝে আচমকা আই প্যাকের অন্যতম প্রধান কর্তা প্রতীক জৈন নবান্ন (Nabanna) যেতেই দানা বাঁধছে নতুন জল্পনা। 

আইপ্যাক কর্তার সাথে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর বৈঠক

পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার রাজ্যে আগমন ঘটেছিল আই প্যাকের। কিন্তু ইদানিং এই আই প্যাকের কাজ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা স্তর থেকেও আই প্যাকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে শুরু করেছিল। এমনকি মদন মিত্রের মতো হেভিওয়েট নেতাও বলতে শুরু করেছিলেন টাকার বিনিময়ে তৃণমূলে বিভিন্ন পদ অফার করা হচ্ছে। এর পরেই এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওইসব প্যাক প্যাক দিয়ে কিছু হবে না। প্যাকের কথায় কান দিতে হবে না।’ তারপরেই আই প্যাকের সাথে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে তৃণমূলের ।

তবে এখানেই শেষ নয় একটি বেসরকারি সংবাদমাধ্যমে অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আইপ্যাক ভালো সমীক্ষা করতে পারে। কিন্তু নির্বাচনে জেতাতে পারে না। এই কথা শোনার পর থেকেই আই প্যাকের সাথে দূরত্ব আরও বাড়তে থাকে তৃণমূলের। বঙ্গ রাজনীতিতেও একপ্রকার ঝড় বইতে শুরু করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যদিও যোগাযোগ রয়েছে আইপ্যাকের।

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি। তারপরেই নির্বাচনী কৌশল সাজাতে রাজ্যে আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখন যদিও আই প্যাক বলতে বোঝাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। সেটাই হয়েছে প্রতীক জৈন (Pratik Jain) বা পিজে। আইপ্যাক আসার পর একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় যতগুলি নির্বাচন হয়েছে সবকটিতেই বড় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: মার্চের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২৫০০ টাকা! কারা পাবেন? জানুন এখুনি

বছর ঘুরলেই রাজ্যে আবার আসছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই এখন চলছে রণকৌশল সাজানোর কাজ। এমন সময় বুধবার নবান্নে  গিয়েছিলেন আইপ্যাকের কর্তা প্রতীক জৈন। ‘‌দ্য ওয়াল’‌ পোর্টাল সূত্রে খবর এদিন নবান্নে (Nabanna) গিয়ে প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রতীক। অনুমান করা হচ্ছে সেখানে তাঁদের মধ্যে নির্বাচনের বিষয় নিয়েই কথা হয়েছে।

Nabanna

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ‘প্যাক প্যাক’ মন্তব্য ও অভিষেক-মমতার সম্পর্কে দূরত্বের খবরে বিগত কয়েক মাস ধরেই তৃণমূলের অন্দরে ব্যাপক ধন্ধ ধোঁয়াশা কাজ করছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বুধবার নবান্নের (Nabanna) বৈঠক সেদিক দিয়েই যথেষ্ট প্রাসঙ্গিক। তাই প্রশ্ন উঠছে তাহলে আই প্যাকের মধ্যস্থতাতেই কি ফিকে হচ্ছে পিসি-ভাইপো মতান্তর? সেইসাথে এখন দেখার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে আই প্যাককে কতটা প্রাধান্য দেন তৃণমূল সুপ্রিমো?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর