বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে উথালপাথাল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকে কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। একাধিকবার কাজে ফেরার বার্তা দিয়েও কিছু হয়নি। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
জুনিয়র ডাক্তারদের কী বললেন মমতা (Mamata Banerjee)?
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল পড়ুয়া, চিকিৎসকের মৃতদেহ। এই ঘটনায় এখনও অবধি একজন গ্রেফতার হয়েছে। যদিও বারবার দাবি উঠছে, এক নয়, বরং এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত একাধিক। এদিকে এই ঘটনার পর থেকে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। এবার তাঁদের আস্তে আস্তে কাজে ফেরার কথা বললেন মুখ্যমন্ত্রী।
- জুনিয়র চিকিৎসকদের ‘হুঁশিয়ারি’ মুখ্যমন্ত্রীর
আজ মেয়ো রোডের অনুষ্ঠান থেকে তৃণমূল নেত্রী (Mamata Banerjee) বলেন, ‘আজও জুনিয়র চিকিৎসকদের মিছিল রয়েছে। আমি চাই ওরা ভালোভাবে করুক। ওদের প্রতি আমার সমর্থন ছিল, আছে, থাকবে। সুপ্রিম কোর্টও সবাইকে কাজে যোগ দেওয়ার আবেদন করেছে। পরিষেবা না পেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা আজ অবধি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি, কোনও ব্যবস্থা নেব না। তবে এবার আস্তে আস্তে জয়েন করুক’।
আরও পড়ুনঃ রাতের ঘুম উড়ল শিক্ষকদের! ১৪৫৯ জনের নাম প্রকাশ করল পর্ষদ, নয়া বিজ্ঞপ্তিতে তোলপাড়!
এখানেই না থেমে মমতা স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্য সরকারকে (Government of West Bengal) পদক্ষেপ নেওয়ার ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে। অর্থাৎ চাইলেই সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারে। তবে তিনি সেই ক্ষমতা ব্যবহার করতে চান না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমি চাই ওরা ভালো করে লেখাপড়া করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তাঁর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও সুযোগ পাবে না। পাসপোর্ট, ভিসা পাবে না। সে বিচার পাবে না। তার গোটা জীবন নষ্ট হয়ে যাবে। আমরা এটা চাই না’।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি জুনিয়র ডাক্তারদের মিছিল ছিল। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের একজন নেতা বলেন, তাঁরাও কাজের থেকে দূরে থাকতে চান না। কিন্তু যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, যে বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ, তাঁদের কেন অপসারণ করছেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন তোলেন তিনি।