বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আবহে ‘উৎসবে ফিরুন’ আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এবার শোনা যাচ্ছে, মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তোরজোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর।
কবে থেকে শুরু পুজোর উদ্বোধন (Mamata Banerjee)?
সপ্তাহ দুয়েক পর মহালয়া। কলকাতা থেকে শহরতলি, কমবেশি সকল পুজো প্যান্ডেলেই এখন জোরকদমে প্রস্তুতি চলছে। বেজায় ব্যস্ত পুজো উদ্যোক্তারা। জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর তমলুকের একটি পুজো (Durga Puja) উদ্বোধন করতে পারেন মমতা। ইতিমধ্যেই সেই নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। তবে সবটাই ভার্চুয়ালি হবে বলে জানা যাচ্ছে।
- মহালয়ার আগেই ‘উৎসব’ শুরু?
গত কয়েক বছর ধরেই ভার্চুয়ালি রাজ্যের অনেক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে পুজোর উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকে। চলতি বছর অবশ্য আরজি কর কাণ্ডের আবহে অনেকের মনেই সেই ‘উৎসবের মেজাজ’ নেই। তবুও চলছে পুজোর আয়োজন। এবার জানা গেল, মহালয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ২৫ নভেম্বর…! আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়! তোলপাড় করা নির্দেশ হাইকোর্টের
রিপোর্ট বলছে, নিয়ম অনুসারে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। রাজ্যের নানান প্রান্তে ঘুরে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন। এরপর মুখ্যমন্ত্রী কোন কোন পুজো প্যান্ডেলের উদ্বোধন করতে পারেন সেটার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরও মহালয়ার (Mahalaya) আগে বেশ কিছু প্যান্ডেলের উদ্বোধন করেছিলেন মমতা। এবারও যদি সবকিছু ঠিক থাকে তাহলে এমনটাই হতে পারে বলে খবর।
এদিকে গত ৯ আগস্ট থেকে আরজি কর ইস্যু নিয়ে টালমাটাল রাজ্য। মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল, এবার হয়তো কাজে যোগ দিতে পারেন তাঁরা। তবে গতকাল মধ্যরাতেই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনই কর্মবিরতি উঠছে না। বুধবার ফের বৈঠকে বসার ইচ্ছেপ্রকাশ করে মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। এরপর জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।