‘এক মাস তো হয়ে গেল’,‘পুজোতে ফিরে আসুন’, আরজি কর কাণ্ডের মাঝেই ‘আহ্বান’ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। এদিন সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল সকলের। এর মাঝেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন আরজি কর ইস্যু নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। একইসঙ্গে পুজোয় ফিরে আসার, উৎসবে ফিরে আসার অনুরোধও জানান।

  • কী কী বললেন মমতা (Mamata Banerjee)?

আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার (RG Kar Case) পর প্রায় রোজই রাজ্যের কোনও না কোনও প্রান্তে আন্দোলন হচ্ছে। একাধিকবার রাতদখলের সাক্ষী থেকেছে বাংলা। সুপ্রিম শুনানির আগে গতকাল রাতেও পথে নেমেছিল বহু মানুষ । এই নিয়ে আজ আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

  • উৎসবে ফেরার আর্জি মমতার

এদিন মমতা (Mamata Banerjee) বলেন, ‘রোজ রাতে যদি আপনারা রাস্তায় থাকেন, তাহলে অনেক মানুষের তো অসুবিধা হয়। অনেক এলাকায় অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। আলো লাগলে ওনাদের ঘুমোতে সমস্যা হয়। রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইয়ের কাছে অনুরোধ, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন’।

আরও পড়ুনঃ ‘কাল বিকেল ৫টার মধ্যে…’! ডাক্তারদের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, তোলপাড় রাজ্য

আজ প্রতিবাদরত চিকিৎসকদের ফের একবার কাজে ফেরার কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘সুপ্রিম কোর্টও চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করচেছে। আমিও চিকিৎসকদের কাছে কাজে ফেরার অনুরোধ করব’। তিনি বলেন, ডাক্তারদের যদি কিছু বলার থাকে তাহলে তাঁরা বলতে পারে। দরকার হলে ৫-১০ জনের প্রতিনিধিদলের সঙ্গে তাঁরা কথা বলবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ‘দয়া করে আপনারা কাজে যোগ দিন’, বলেন মমতা (Mamata Banerjee)।

Mamata Banerjee

এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyal) নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, সিপি নিজেই বহুবার ইস্তফা দিতে এসেছিলেন। সাতদিন আগেও এসেছিলেন। তবে সামনে পুজো আছে। মমতা বলেন, ‘আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন তাঁকে তো আইন শৃঙ্খলা জানতে হবে। কয়েকদিন পর পুজো। কয়েকটা দিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়! আপনারা সবাইকে বদলাতে হবে বলছেন। আমি পাঁচটা পূরণ করতে পারি, পাঁচটা নাও করতে পারি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর