বাংলাহান্ট ডেস্কঃ কুড়িতে আমফান মোকাবিলায় তুমুল সমালোচনার শিকার হতে হয়েছিল রাজ্য সরকারকে। রাজ্য যে ঝড় মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি তা অভিযোগ করে বলেছিলেন সরকারের মন্ত্রী সাধন পাণ্ডে। কলকাতা এবং কলকাতার পার্শবর্তী জেলায় লাগাতার সাত দিন বিদ্যুৎ ছিল না। এমনকি কোথাও কোথাও প্রায় একমাসও বিদ্যুৎ ছিল না। খাস কলকাতার কিছু অঞ্চলে কোনোরকম ভাবে টেম্পোরারি বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। জেনারেটর দিয়ে জল তুলতে হয়েছিল।
আমফান চলে যাওয়ার তিনদিন পর সেনাবাহিনী ডেকেছিল রাজ্য সরকার। সেই বাহিনী এসে কলকাতার রাস্তাঘাট পরিস্কার করেছিল, কেটেছিল বহু গাছ। ততক্ষণে রাজ্যবাসীর ভোগান্তি চরমে উঠেছিল। সেবার সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেবার সেই কারণে আগেভাগে সংবাদমাধ্যমের কাছে সহযোগিতার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার রাজ্যে ইয়াস ঝড় আছড়ে পড়ার আগে সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বৈঠকে জানান যে, বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের কোথাও জল নেই, কারেন্ট নেই বলে চিৎকার করলে চলবে না। তিনি এই বিষয়ে সাংবাদিক বন্ধুদের কাছে সম্পূর্ণ সহযোগিতার আবেদন জানান।
মুখ্যমন্ত্রী এদিনের সাংবাদিক বৈঠক থেকে বলেন, ‘ সাংবাদিক বন্ধুদের বলব আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই। বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যে আপনারা যদি কারেন্ট নেই, জল নেই বলে চিৎকার শুরু করে দেন, তাহলে সেটা সহযোগিতা হবেনা কিন্তু। আমি আপনাদের কাছে সম্পূর্ণ সহযোগিতার আবেদন জানাচ্ছি। বিপর্যয়টা কত বড় সেটা দেখা ক্ষয়ক্ষতির হিসেব নির্ভর করে। বিপর্যয়ের সময় একটু ধৈর্য ধরতেই হবে। একটা ল্যাম্পপোস্ট ভেঙে পড়লে, সেটা সারাই করতে গেলেও কেও মারা যেতে পারে। আমি বলব, আপনারা বিপর্যয়ের সময় এমন কিছু করবেন না, যাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।”