বাংলা হান্ট ডেস্কঃ আজ দ্বিতীয় দফার নির্বাচন চলছে রাজ্যের চার জেলার ৩০টি আসনে। আর ওই ৩০ আসনের মধ্যে সবথেকে হাইভোল্টেজ আসন হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। ওই আসন থেকেই একুশের নির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওনার প্রতিপক্ষে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকেই নন্দীগ্রামের বেশ কিছু এলাকা থেকে বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামের বয়ালের বুথে যান পরিদর্শনে। সেখান থেকে তিনি বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট, বুথ জ্যাম বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে মানুষদের ধমকানোর অভিযোগ তোলেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে বলেন, ওদের কোনও দোষ নেই ওঁরা কেবলমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখিত ভাবে ৮০ শতাংশ ছাপ্পা ভোটেরও অভিযোগ করেন।
বয়াল কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ৬৩টা অভিযোগ করার পরেও কমিশনের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সবকিছু দেখেও নীরব তাঁরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জয়ের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, মা-মাটি-মানুষের আশীর্বাদে ৯০ শতাংশ ভোট পেয়ে নন্দীগ্রামে জিতব আমিই।
আরেকদিকে, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারছেন এবং তিনি নিজের জন্য আরেকটি সুরক্ষিত আসন খুঁজছেন। তবে আজ বিজেপির এই দাবি সম্পূর্ণ ভাবে খারিজ করে দেয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতছেন আর তিনি অন্য কোনও আসনে লড়ছেন না।
উল্লেখ্য, তৃণমূল নেত্রী নন্দীগ্রামে হারছেন আর তিনি অন্য একটি সুরক্ষিত আসন খুঁজছেন এই দাবি করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। তবে এবার তৃণমূল নেতৃত্ব আসরে নেমে স্পষ্ট জানিয়ে দিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনও আসনে লড়বেন না। আর তিনিই নন্দীগ্রামে জিতবেন।