এখানে মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা হয়, এটাই বাংলা! বিরোধীদের কড়া বার্তা মমতার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একবছর আগে ঠিক এই দিনে শপথ নিয়েছিলেন। তৃতীয়বার ক্ষমতায় এসে দলের ভুল ত্রুটি সামলে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন। জনপরিষেবার উন্নয়নের সামাজিক প্রকল্পের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের বিধানসভা নির্বাচনের আগে তিনি সাধারণ ঘরের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প তৈরির আশ্বাস দিয়েছিলেন। ক্ষমতায় ফিরেই সেই পরিকল্পনার বাস্তবায়ন করে মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া শুরু করেছেন সরকারি কোষাগার থেকে।

এবার তৃতীয় তৃণমূল সরকারের এক বছর পূরণের দিনে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যপ্তি আরও বাড়ালেন রাজ্য প্রধান। ৫ই মে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০ লক্ষ মহিলার হাতে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র প্রাপ্য টাকা তুলে দিয়ে ঘোষণা করলেন যে রাজ্যের ১ কোটি ৫১ লক্ষ মহিলা এবার এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। প্রতি মাসে ৫০০ টাকা করে হাতে পাবেন তারা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য এই টাকার অঙ্ক দাঁড়াবে ১০০০ টাকা।

সেই সঙ্গে মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন তিনি। তিনি নাম না করে বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন যে বাংলা কাউকে রেয়াত করে না। তিনি নির্দিষ্ট করে বলেছেন ”এখন আর দর্শনধারী নয়, কেউ কেউ ধর্ষণধারীও হয়েছে। শুধু মেয়েদের অপমান করা অশালীন কথা বলা। একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, সেটাকে ইস্যু করে রাজনীতি করা। কোনও ঘটনাই কাঙ্খিত নয় কিন্তু পুলিশের কাছে নির্দেশ দেওয়া আছে, কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে। কোনওরকম রং দেখা হবে না। আমি মনে করি বাংলার মা বোনেরা আমাদের সমাজের গর্ব। এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা হয়।” বিশেষজ্ঞ মহলের মতে পুরো ব্যাপারটাই বিজেপিকে লক্ষ্য করে বলা।

এরপর বামেদের উদ্দেশ্য নিশানা করে তিনি বলেন, ”একটা দুটো দিন না, ৩৪টা বছর এখানে রাজত্ব করে বাংলাকে শেষ করেছ। তারা আবার এখন ঘণ্টা গলায় বেঁধে ঘুরে বেড়াচ্ছো। ভাবছো কবে আবার লাড্ডু খাব। নরকঙ্কালের মালা পড়িয়েছো, হলদি নদীতে মৃতদেহ বইয়ে দিয়েছো। আজকে কোথায় সব? সবাই বিজেপি হয়ে গিয়েছে। একটা ভালো কাজ তো করে দেখায় না, কোথায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনীতি করছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর